কিন্তু বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) কোভিড বিধি লঙ্ঘণ করেননি। দিল্লি যাওয়ার সময়ে অভিনেত্রীর সঙ্গে কোভিড নেগেটিভ রিপোর্ট ছিল বলেই জানিয়েছেন তিনি। বিতর্কে জল ঢেলে সেই আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, "আলিয়া ভাট (Alia Bhatt) কোয়ারেন্টাইনে ছিলেন না। RTPCR নেগেটিভ রিপোর্ট ছিল তাঁর কাছে এবং সেই জন্যই তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা নেই।"
advertisement
গত সপ্তাহে বলিউডের তারকা করিনা কাপুর খান, অমৃতা অরোরা, মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী), সীমা খান (সোহেল খানের স্ত্রী)-র করোনা রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও করিনা কাপুরের বাড়ির কয়েকজন কর্মী, সীমা খানের ছেলে এবং মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। পজিটিভ রিপোর্ট আসার পরেই নিভৃতবাসে গিয়েছেন বলে জানান করিনা। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, "সৌভাগ্যবশত আমি ঠিক আছি এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব বলেই ধারণা।"
আরও পড়ুন - মা হতে চলেছেন ভারতী! ক্যামেরার সামনে বরকে দিলেন খুশির খবর, তারপর...
অন্যদিকে করণ জোহর ও তাঁর পরিবারের অন্য সদস্য ও কর্মীদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। বুধবার একটি বিবৃতিতে জানিয়েছেন করণ। নিরাপদে থাকার জন্য তিনি দুবার টেস্ট করিয়েছেন বলেও জানান। ৮ ডিসেম্বর করণ তাঁর বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে করিনা কাপুর সহ বলিউডের আরও অন্যান্য তারকারা ছিলেন। নতুন করে ওমিক্রন আতঙ্ক শুরু হয়েছে। এর মধ্যে বাড়িতে একসঙ্গে এতজনের জড়ো হওয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে করণকে। কিন্তু করণ জানিয়েছেন, ডিনারে শুধু ৮ জন উপস্থিত ছিলেন, যাকে পার্টি বলা যায় না।