গত ১৪ এপ্রিল চারহাত এক হয় আলিয়া-রণবীরের। তার পর গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। বেবি বাম্প নিয়ে প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এর শ্যুটিং সারেন লন্ডনে গিয়ে। তা ছাড়া স্বামীর সঙ্গে প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'-র প্রচারেও কোনও খামতি রাখেননি। তার মাঝেই উৎসবের মরশুমে সমস্ত পুজোয় অংশগ্রহণ করেছেন আলিয়া।
advertisement
আরও পড়ুন: হাসপাতালে আলিয়ার নাম, প্রকাশ্যে 'রালিয়া'র সন্তানের জন্মের সময়
আরও পড়ুন: করিশ্মা থেকে করণ জোহর...আলিয়া ভাটের জমজমাট সাধের অনুষ্ঠান, দেখুন ছবি
তবে আগেই শোনা গিয়েছিল, আলিয়া এবং রণবীর তাঁদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন। পরিবারকে সময় দেবেন, সন্তানকে যত্ন করবেন। তার পরে কাজে ফিরবেন তারকা দম্পতি। সেই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখন ভক্তকূলের কেবল একটি আশা, কবে 'রালিয়া' তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনবেন, কবে নাম প্রকাশ পাবে।