TRENDING:

Akshay Kumar Twinkle Khanna Anniversary : 'আজ প্রথম দেখা হলে কথাই বলতাম না', অক্ষয়কে নিয়ে টুইঙ্কলের পোস্ট দেখে হাসির রোল নেট দুনিয়ায়

Last Updated:

Akshay Kumar Twinkle Khanna Anniversary : সেই পোস্ট দেখে নেট দুনিয়ায় হাসির রোল লেগে গিয়েছে। টুইঙ্কল এদিন অক্ষয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একসঙ্গে সংসার করছেন ২১ বছর হয়ে গেল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। ২১ তম বিবাহবার্ষিকীতে একটি মজার পোস্ট করলেন টুইঙ্কল (Akshay Kumar Twinkle Khanna Anniversary)। সেই পোস্ট দেখে নেট দুনিয়ায় হাসির রোল লেগে গিয়েছে। টুইঙ্কল এদিন অক্ষয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে যা লেখেন তা নিয়েই চলছে হাসাহাসি।
অক্ষয়কে নিয়ে টুইঙ্কলের পোস্ট দেখে হাসির রোল নেট দুনিয়ায়
অক্ষয়কে নিয়ে টুইঙ্কলের পোস্ট দেখে হাসির রোল নেট দুনিয়ায়
advertisement

ছবিতে দেখা যাচ্ছে, একটি আউটডোর রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছেন টুইঙ্কল ও অক্ষয়। অক্ষয় গাঢ় রঙের প্যান্টের সঙ্গে পরেছেন একটি হলুদ হুডি আর মাথায় টুপি। অন্যদিকে টুইঙ্কলের (Twinkle Khanna) পরনে বেজ রঙের সোয়েটার ও নীল রঙের ডেনিম প্যান্ট এবং একটি স্কার্ফ।

২১ তম বিবাহবার্ষিকীতে অক্ষয়ের সঙ্গে একটি কথোপকথন তুলে ধরেছেন টুইঙ্কল। অভিনেত্রী তথা লেখিকা লিখছেন, "২১তম বিবাহবার্ষিকীতে আমাদের একটা চ্যাট হল।

advertisement

আমি: তুমি জানো, আমরা পরস্পরের থেকে খুব আলাদা। আজ যদি তোমার সঙ্গে আমার প্রথম দেখা হতো তাহলে আমি তোমার সঙ্গে কথাও বলতাম কিনা সন্দেহ আছে।

ও (অক্ষয়): আমি তো আজ হলেও কথা বলতাম।

আমি: আমি অবাক হলাম না কেন? তুমি কি আমায় তোমার সঙ্গে কোথাও যেতে বলতে?

ও: না না। আমি বলতাম, বউদি। দাদা কেমন আছে? বাচ্চারা ভালো আছে? আচ্ছা নমস্কার। "

advertisement

টুইঙ্কলের এই পোস্ট দেখেই হাসির রোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। করণ জোহর থেকে অমৃতা অরোরাও হাসির ইমোজি দিয়েছেন। পেশা থেকে রাজনৈতিক মতামত অক্ষয় কুমার (Akshay Kumar) ও টুইঙ্কলের (Twinkle Khanna) এখন বহু পার্থক্য়। একদিকে অক্ষয়কে প্রায়ই শাসক দলের হয়ে কথা বলতে দেখা যায়। অন্যদিকে টুইঙ্কল শাসক দলকে নিয়ে রসিকতা করতেও ছাড়েন না। তবে অক্ষয় নিজের স্ত্রীর রসবোধকে বরাবরই প্রশংসাও করেন। এই মুহূর্তে দুজনে মেয়ে নিতারাকে নিয়ে রাজস্থানের রনথম্বের জাতীয় উদ্যানে ছুটি কাটাতে গিয়েছেন।

advertisement

আরও পড়ুন- 'ছড়ানো নাকের ফুটো, মাড়ি দেখানো হাসি', চেহারা নিয়ে তির্যক মন্তব্য শুনে কী বলেছিলেন কৃতী

আরও পড়ুন- লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর? অসন্তোষ প্রকাশ গায়িকার মুখপাত্রের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অক্ষয় (Akshay Kumar) মেয়ে নিতারাকে নিয়ে কিছু ছবিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁরা একটি গরুকে খাওয়াচ্ছেন। ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে অক্ষয় লিখেছেন, "মাটির গন্ধ, গরু চরানো, গাছের ঠান্ডা হাওয়া। নিজের বাচ্চাকে এই সব দেখানোর এক আলাদা আনন্দ আছে। এখন শুধু জঙ্গলে কাল ও বাঘ দেখতে পেলেই হলো। সোনায় সোহাগা।" প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন টুইঙ্কল ও অক্ষয়। এই মুহূর্তে এক ছেলে আরভ ও এক মেয়ে নিতারার বাবা মা এই তারকা জুটি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar Twinkle Khanna Anniversary : 'আজ প্রথম দেখা হলে কথাই বলতাম না', অক্ষয়কে নিয়ে টুইঙ্কলের পোস্ট দেখে হাসির রোল নেট দুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল