একের পর এক ফ্লপ ছবি। লাগাতার ব্যর্থতা কতটা ভাবাচ্ছে অক্ষয়কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, "এটা আমার সঙ্গে প্রথম বার হচ্ছে না। আমার কেরিয়ারে এক সময়ে টানা ১৬টি ফ্লপ ছবি দিয়েছিলাম। একটা সময় ছিল যখন পরপর আমার আটটি ছবি চলেনি। তোমার ছবি না চললে দোষটা তোমারই।"
আরও পড়ুন: অক্ষয়ের ছবিকে 'ফ্লপ' তকমা কঙ্গনার! 'সেলফি'র প্রথম দিনের আয় শুনলে আঁতকে উঠবেন
advertisement
আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ
অক্ষয় মনে করেন, সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। সেই বদলে যাওয়া রুচির সঙ্গে তাল মিলিয়ে বদলাতে হবে অভিনেতাকে। নিজেকে ভেঙে ফের নতুন করে গড়ে তুলতে হবে। দর্শক যা দেখতে চায়, পর্দায় ঠিক তা নিয়েই হাজির হতে হবে।
ছবির ব্যর্থতার দায়ভার যাতে দর্শকের কাঁধে চাপিয়ে না দেওয়া হয়, সে কথাও বলেছেন অক্ষয়। তাঁর কথায়, "দর্শক বা অন্য কাউকে দোষ দেবেন না। এটা একশো শতাংশ আমার দোষ। ছবি চলা বা না-চলা দর্শকের উপর নির্ভর করে না। সেটা ছবি বাছাইয়ের গলদ। হয়তো ছবিতে সঠিক উপাদানগুলি দিতে আমরা ব্যর্থ হয়েছি।"