আরও পড়ুন : ১৮ বছরের দাম্পত্য ভাঙলেন ধনুষ ও ঐশ্বর্যা
ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে অক্ষয় একটি ছোট্ট নোট লেখেন। তিনি বলেন যে মাটির সুগন্ধ, মিষ্টি বাতাস, গরুকে খাওয়ানো এই সব ছোট ছোট আনন্দ ছেলে মেয়েদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে একটা মজা আছে। এগুলো ছেলে মেয়েদের অনুভব করাতে পেরে তিনি খুশি। যদি নিতারা কাল জঙ্গলে বাঘ দেখে তাহলেই ষোল কলা পূর্ণ হবে বলে জানিয়েছেন অক্ষয়।
advertisement
আরও পড়ুন : 'আজ প্রথম দেখা হলে কথাই বলতাম না', অক্ষয়কে নিয়ে টুইঙ্কলের পোস্ট দেখে হাসির রোল নেট দুনিয়ায়
বোঝাই যাচ্ছে তাঁর ছবি বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করলেও নিজের পরিবার নিয়ে মাটির খুব কাছেই থাকতে ভালোবাসেন অক্ষয় কুমার। তবে নিজের লেখিকা স্ত্রীকে নিয়ে মজা করতেও ছাড়েননি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। অনেকেই জানেন যে টুইঙ্কল অর্থাৎ অক্ষয়ের স্ত্রী বেশ কয়েক বছর ধরেই লেখালেখি করছেন এবং তার জন্য যথেষ্ট নামও করেছেন। টুইঙ্কলের লেখা ‘মিসেস ফানিবোনস’ ব্লগ বেশ জনপ্রিয় হয়েছে সাহিত্য মহলে। অনেকেই অকুণ্ঠ প্রশংসা করেছেন টুইঙ্কলের পরিমিত রসবোধের। যদিও অক্ষয় বলেছেন যে টুইঙ্কলের লেখা বুঝতে তাঁর অসুবিধা হয়। তাই তিনি স্ত্রীর লেখা কলামে খুব একটা মন্তব্য করেন না। যদিও মিসেস ফানিবোনস যখন লেখেন যে সুখ একটা সাধনা নয় এটা একটা দুর্ঘটনা, এই কথা বেশ মনে ধরেছে অক্ষয়ের। তিনি বলেছেন যে এই চিন্তাধারা অত্যন্ত গভীর এবং সত্যি।
টুইঙ্কল এর আগে তিনটে বই লিখেছেন। তিনি একজন প্রযোজকও।