অন্য দিকে, সাদামাঠা জীবনযাপন করে ওম প্রকাশ আগরওয়াল। সে পেশায় এর আরটিও অফিসার। মধ্যবিত্ত ওম প্রকাশ এবং তার ছোট্ট ছেলে, দু'জনেই বিজয়ের ভক্ত। পছন্দের তারকার সঙ্গে একটি সেলফি! বাবা-ছেলের স্বপ্ন এটুকুই। কিন্তু সেই স্বপ্ন কি আদৌ পূর্ণ হবে? নাকি বিজয়ের সব চেয়ে বড় ভক্তই হয়ে উঠবে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী? সমাজের দুই ভিন্ন স্তর থেকে উঠে আসা বিজয় আর ওম প্রকাশের আখ্যান বলবে 'সেলফি'। রাজ মেহতার নতুন ছবি।
advertisement
রবিবার মুক্তি পেয়েছে 'সেলফি'র ট্রেলার। ছবিতে সুপারস্টার বিজয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ওম প্রকাশের ভূমিকায় ধরা দেবেন ইমরান হাশমি। এ ছাড়ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নুসরত ভারুচা এবং ডায়ানা পেন্টি।
আরও পড়ুন: তুমুল যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শুভশ্রীর দিদি, কার জন্য এমন অবস্থা তাঁর
আরও পড়ুন: ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি
মালয়ালম কমেডি ড্রামা 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি পুনর্নির্মাণ 'সেলফি'। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
২০২২ বিশেষ ভাল যায়নি অক্ষয়ের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর একাধিক ছবি। নতুন বছরে কি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন তিনি? এখন সেটাই দেখার।