TRENDING:

Akanksha Dubey Death: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য

Last Updated:

Akanksha Dubey Death: মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। রবিবার সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেনারস: ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। বেনারসের সারনাথ হোটেলে ঝুলন্ত দেহ মিলেছে ২৫ বছরের নায়িকার। সিনেমার শ্যুটিংয়ে গিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই নায়িকার সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি শুরু। চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে সেখান থেকে।
advertisement

প্রথমত, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লাইভে এসেছিলেন আকাঙ্ক্ষা। সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন। নেটিজেনদের শেয়ার করা ভিডিওয়ে দেখা গিয়েছে, মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন নায়িকা।

আরও পড়ুন: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া

দ্বিতীয়ত মৃত্যুর ঠিক ১৭ ঘণ্টা আগে আরও একটি রিল ভিডিও বানিয়েছিলেন তিনি। সেটিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। যেখানে সম্পূর্ণ ভিন্ন অভিব্যক্তি দেখা গিয়েছে আকাঙ্ক্ষার। কালো রঙের অপ শোল্ডার টপ আর নীল জিনস পরে বেলি ডান্স করছেন তিনি। নেপথ্যে চলছে, ভোজপুরী গান ‘হিলোর মারে’। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলি ডান্স করেন আকাঙ্ক্ষা।রিলের মন্তব্য বাক্স ভরে গিয়েছে শোকবার্তায়। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘ভোজপুরী ক্যুইন, মিস করব আপনাকে’, কেউ প্রশ্ন করেন, ‘আপনি এমন কেন করলেন ম্যাডাম?’

advertisement

মাত্র ২৫ বছরেই পথচলা শেষ আকাঙ্ক্ষার। সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। রবিবার সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, আকাঙ্ক্ষা গলায় দড়ি দিয়েছেন।

আরও পড়ুন: থমথমে রবিবার! হোটেলের ঘরে নিথর দেহ ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Akanksha Dubey Death: মৃত্যুর আগে বেলি ডান্সের ভিডিও আকাঙ্ক্ষার! কান্না, নাচ, একের পর এক ভিডিওয়ে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল