TRENDING:

Akanksha Dubey death: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া

Last Updated:

Akanksha Dubey death: সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেনারস: ছবির শ্যুটিং করতে গিয়ে বেনারসের সারনাথের এক হোটেলে মিলল নায়িকার ঝুলন্ত দেহ। ভোজপুরী অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। পুলিশের অনুমান, আকাঙ্ক্ষা দুবে আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ভোজপুরী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আকাঙ্ক্ষা।
আকাঙ্ক্ষা দুবে
আকাঙ্ক্ষা দুবে
advertisement

তাঁর সোশ্যাল মিডিয়া ঘেঁটে কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে ইতিমধ্যে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ২৫ বছরের অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন। যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক নেটিজেনের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, মুখে হাত চাপা দিয়ে কাঁদছেন আকাঙ্ক্ষা। কেন তিনি কাঁদছিলেন, সে কথা স্পষ্ট নয়।

আরও পড়ুন: থমথমে রবিবার! হোটেলের ঘরে নিথর দেহ ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের

advertisement

সারনাথের হোটেলে গোটা সিনেমার ইউনিটের সঙ্গেই তিনি ছিলেন। সকাল থেকে ঘরের দরজা খুলছেন না দেখে হোটেলের কর্মীরা সিনেমার কলাকুশলীকে খবর দেন। দরজা ভেঙে দেখা যায়, আকাঙ্ক্ষা গলায় দড়ি দিয়েছেন।

সারনাথ পুলিশ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাটিয়েছে। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীদের। অভিনেত্রীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান

advertisement

আকাঙ্ক্ষার জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম ‘বীরও কে বীর’, ‘কসম প্যায়দা করনে ওয়ালে কী ২’, ‘মুঝসে শাদি কারোগি’ ইত্যাদি। তাঁর প্রথম হাতেখড়ি ‘মেরু জং মেরা ফয়সলা’ ছবি দিয়ে৷ তিন বছর বয়সে আকাঙ্ক্ষা বাবা মায়ের সঙ্গে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন৷ বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে আইপিএস হবেন, কিন্তু তাঁর আকর্ষণ ছিল নৃত্য ও অভিনয়ের দিকেই৷ মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল জীবনের পথচলা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Akanksha Dubey death: মৃত্যুর খানিক আগে হোটেল থেকে লাইভে আকাঙ্ক্ষা! ভিডিও দেখে চমকে উঠেছে নেটপাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল