পোস্টারে ফর্মাল শার্ট-প্যান্টে অজয়। তাঁর পায়ে একটি ফুটবল। নায়কের পিছনে একটি ট্রাম। তাতে বড় বড় বাংলা হরফে লেখা ‘লিলি বিস্কুট’। পোস্টারটি নেটমাধ্যমে শেয়ার করে অজয় লেখেন, ‘বিশ্বজুড়ে সব থেকে বড় খেলা শুরু হতে চলেছে। চলতি বছরের ইদে মাঠে আসছে ‘ময়দান’। কথা দিচ্ছি, অনুপ্রেরণা জোগাবে এই গল্প। গর্ব এবং আনন্দ নিয়ে উদযাপন করবেন।’ অজয়ের সঙ্গেই এই ছবিতে অভিনয় করবেন কলকাতার একাধিক শিল্পী। দেখা যাবে অমর্ত্য রায়, আরিয়ান ভৌমিককে।
advertisement
আরও পড়ুন: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক
আরও পড়ুন: ‘মাইক খুলে লেপের ভিতর…’ বিগ বসের ঘরে গোপনে এ কী করেন ভিকি-অঙ্কিতা! সবটা ফাঁস
১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগের আখ্যানকে কেন্দ্র করে অমিত শর্মা তৈরি করেছেন ‘ময়দান’। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয়কে। খেলাভিত্তিক এই ছবিকে বক্স অফিসে টক্কর দেবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।