TRENDING:

Ajay Devgn: 'ময়দান'-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা

Last Updated:

Ajay Devgn: মঙ্গলবার সামনে আসা ছবির নতুন পোস্টার জুড়ে রইল শুধুই নস্টালজিয়া। সেখানে দেখা মিলল হারিয়ে যাওয়া এক টুকরো কলকাতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘ময়দান’ নিয়ে ময়দানে নামছেন অজয় দেবগণ। নতুন বছরে নতুন ছবি নিয়ে আসছেন অভিনেতা। মঙ্গলবার সামনে আসা ছবির নতুন পোস্টার জুড়ে রইল শুধুই নস্টালজিয়া। সেখানে দেখা মিলল হারিয়ে যাওয়া এক টুকরো কলকাতার।
advertisement

পোস্টারে ফর্মাল শার্ট-প্যান্টে অজয়। তাঁর পায়ে একটি ফুটবল। নায়কের পিছনে একটি ট্রাম। তাতে বড় বড় বাংলা হরফে লেখা ‘লিলি বিস্কুট’। পোস্টারটি নেটমাধ্যমে শেয়ার করে অজয় লেখেন, ‘বিশ্বজুড়ে সব থেকে বড় খেলা শুরু হতে চলেছে। চলতি বছরের ইদে মাঠে আসছে ‘ময়দান’। কথা দিচ্ছি, অনুপ্রেরণা জোগাবে এই গল্প। গর্ব এবং আনন্দ নিয়ে উদযাপন করবেন।’ অজয়ের সঙ্গেই এই ছবিতে অভিনয় করবেন কলকাতার একাধিক শিল্পী। দেখা যাবে অমর্ত্য রায়, আরিয়ান ভৌমিককে।

advertisement

আরও পড়ুন: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক

আরও পড়ুন: ‘মাইক খুলে লেপের ভিতর…’ বিগ বসের ঘরে গোপনে এ কী করেন ভিকি-অঙ্কিতা! সবটা ফাঁস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগের আখ্যানকে কেন্দ্র করে অমিত শর্মা তৈরি করেছেন ‘ময়দান’। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয়কে। খেলাভিত্তিক এই ছবিকে বক্স অফিসে টক্কর দেবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn: 'ময়দান'-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল