Shovan Ganguly-Sohini Sarkar: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক

Last Updated:
Shovan Ganguly-Sohini Sarkar: সম্প্রতি সোহিনীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে দিব্যি নায়িকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন গায়ক।
1/6
প্রেম নিয়ে রাখঢাক তাঁর স্বভাবে নেই। ভাললাগা, ভালবাসা নিয়ে আগাগোড়াই তিনি উদার। আগল ভেঙে ছড়িয়ে দেন বসন্তের রং। কিন্তু সেই ছন্দ কেটেছিল কয়েক মাস আগেই। স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙার পর খানিক যেন হিসেবী হয়ে ওঠেন শোভন গঙ্গোপাধ্যায়।
প্রেম নিয়ে রাখঢাক তাঁর স্বভাবে নেই। ভাললাগা, ভালবাসা নিয়ে আগাগোড়াই তিনি উদার। আগল ভেঙে ছড়িয়ে দেন বসন্তের রং। কিন্তু সেই ছন্দ কেটেছিল কয়েক মাস আগেই। স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙার পর খানিক যেন হিসেবী হয়ে ওঠেন শোভন গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেন গায়ক-নায়িকা। তাঁদের ভালবাসার আখ্যান জানত সকলেই। শহরের অলিগলি ঘুরে বেড়ানো থেকে একসঙ্গে অবসর যাপন, নিজেদের সম্পর্ককে মনের মতো করে সাজিয়েছিলেন তাঁরা। গত বছর সেই প্রেম ভাঙা। তার কারণ যদিও এখনও অজানা। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, স্বস্তিকার পর আরও এক নায়িকাকে মন দেন শোভন। তিনি সোহিনী সরকার।
প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করেন গায়ক-নায়িকা। তাঁদের ভালবাসার আখ্যান জানত সকলেই। শহরের অলিগলি ঘুরে বেড়ানো থেকে একসঙ্গে অবসর যাপন, নিজেদের সম্পর্ককে মনের মতো করে সাজিয়েছিলেন তাঁরা। গত বছর সেই প্রেম ভাঙা। তার কারণ যদিও এখনও অজানা। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, স্বস্তিকার পর আরও এক নায়িকাকে মন দেন শোভন। তিনি সোহিনী সরকার।
advertisement
3/6
সোহিনী এবং শোভনকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। খামখেয়ালি মনে রাতের শহরকে নিজেদের মতো করে চিনে নেন তাঁরা। মেতে ওঠেন ঘরোয়া আড্ডায়। সোহিনীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অতীতে পোস্ট করেছিলেন শোভন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা মুছেও দেন। বিতর্কের ভয়? নাকি নিছক ব্যক্তিজীবন আড়ালে রাখার সিদ্ধান্ত? সেই উত্তর পাওয়া যায়নি।
সোহিনী এবং শোভনকে প্রায়শই একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। খামখেয়ালি মনে রাতের শহরকে নিজেদের মতো করে চিনে নেন তাঁরা। মেতে ওঠেন ঘরোয়া আড্ডায়। সোহিনীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অতীতে পোস্ট করেছিলেন শোভন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তা মুছেও দেন। বিতর্কের ভয়? নাকি নিছক ব্যক্তিজীবন আড়ালে রাখার সিদ্ধান্ত? সেই উত্তর পাওয়া যায়নি।
advertisement
4/6
তবে এ বার আর রাখঢাক নয়। অতীতে যা করেছিলেন, তার পুনরাবৃত্তি আর ঘটালেন না শোভন।  সম্প্রতি সোহিনীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে দিব্যি নায়িকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন গায়ক।
তবে এ বার আর রাখঢাক নয়। অতীতে যা করেছিলেন, তার পুনরাবৃত্তি আর ঘটালেন না শোভন। সম্প্রতি সোহিনীর সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেজেগুজে দিব্যি নায়িকার সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন গায়ক।
advertisement
5/6
কালো পাঞ্জাবি, লালা রঙের শালে সেজে উঠেছিলেন শোভন। সোনালী শাড়ি, খয়েড়ি ডিপ নেক ব্লাউজে সোহিনীর থেকে চোখ ফেরানো দায়। কপালে টিপ, কানে দুল, খোঁপা করা চুলে তাক লাগালেন তিনি।
কালো পাঞ্জাবি, লালা রঙের শালে সেজে উঠেছিলেন শোভন। সোনালী শাড়ি, খয়েড়ি ডিপ নেক ব্লাউজে সোহিনীর থেকে চোখ ফেরানো দায়। কপালে টিপ, কানে দুল, খোঁপা করা চুলে তাক লাগালেন তিনি।
advertisement
6/6
শোভন এবং সোহিনী, দু'জনের মুখেই একরাশ হাসি। একসঙ্গে লেন্সবন্দি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। তবে প্রেমের গুঞ্জনে এখনও কেউই শিলমোহর বসাননি।
শোভন এবং সোহিনী, দু'জনের মুখেই একরাশ হাসি। একসঙ্গে লেন্সবন্দি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। তবে প্রেমের গুঞ্জনে এখনও কেউই শিলমোহর বসাননি।
advertisement
advertisement
advertisement