TRENDING:

Aishwarya Rai Bachchan Birthday: মাথায় সাদা ফুলের গুচ্ছ, জন্মদিনের সাজে কাঁধখোলা পোশাকে ঐশ্বর্য

Last Updated:

Aishwarya Rai Bachchan Birthday: সোমবারই ৪৮ বছর বয়স পূর্ণ করলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Birthday)৷ ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ছবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সোমবারই ৪৮ বছর বয়স পূর্ণ করলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Birthday)৷ ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ছবি৷ ছবিতে স্বামী অভিষেক (Abhishek Bachchan) এবং মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) সঙ্গে দেখা যাচ্ছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে৷ সেজেছেন কাঁধখোলা পোশাকে৷ মাথায় ফুলের সাজ৷ মায়ের মতো আরাধ্যাও চুল সাজিয়েছে সাদা ফুলে৷ অভিষেক সেজেছেন সাদা ও নীল স্ট্রাইপের গোলাপি জামায়৷ তিন জনের সেলফি ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরা৷
advertisement

আরও পড়ুন : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী হন ঐশ্বর্য৷ তিন বছর পরে মণিরত্নমের ‘ইরুভার’ ছবিতে অভিনয় করে শুরু কেরিয়ার৷ একাধিক জনপ্রিয় ছবির পাশাপাশি ঐশ্বর্যর নামের পাশে একের পর এক যোগ হয়েছে ব্লকবাস্টার ছবি৷

advertisement

আরও পড়ুন : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর

ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী এবং বন্ধু শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্যকে৷ স্বামী অভিষেক বচ্চনও তাঁর জন্য শুভেচ্ছাবার্তা লিখেছেন৷ অর্ধাঙ্গিনী হিসেবে পাশে থাকার জন্য অভিষেক ধন্যবাদ জানান ঐশ্বর্যকে৷

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়ছেন অঙ্কিতা! বিয়ের দিনক্ষণ ঠিক, প্রস্তুতিও চলছে জোর কদমে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

কাজের দিক থেকে ঐশ্বর্যকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে, ‘ফ্যানি খান’ ছবিতে৷ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন অনিল কাপুর এবং রাজকুমার রাও৷ ঐশ্বর্যকে আবার দেখা যাবে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে৷ শোনা গিয়েছে, এই ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন৷ ‘ইরুভার’, ‘গুরু’, ‘রাবণ’, ‘রাবণন’-এর পর মণিরত্নম এবং ঐশ্বর্য এই নিয়ে একসঙ্গে কাজ করছেন পঞ্চম ছবিতে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aishwarya Rai Bachchan Birthday: মাথায় সাদা ফুলের গুচ্ছ, জন্মদিনের সাজে কাঁধখোলা পোশাকে ঐশ্বর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল