দিন কয়েক ঐন্দ্রিলার ফ্যানক্লাবের একটি লেখা শেয়ার করেন শিখা। প্রয়াত অভিনেত্রীর উদ্দেশে সেখানে লেখা হয়েছে, 'আস্তে আস্তে তোমাকে সবাই ভুলে যাচ্ছে।' এ প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়ে শিখা লেখেন, 'এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে। শুধু আমরা মা-বাবা সবার থেকে আলাদা হয়ে যাব আর তোমার সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলব। তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখব ভীষণ ভাবে।'
advertisement
আরও পড়ুন: 'তিন মাসে ৩ লাখ টাকা দিয়েছি', মেয়ের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওড়ালেন তুনিশার মা
আরও পড়ুন: কবে দেখা যাবে রণবীর-আলিয়ার মেয়ে রাহার মুখ? অবশেষে জানা গেল!
একের পর এক ঝড় বয়ে যাচ্ছে ঐন্দ্রিলার পরিবারের উপর দিয়ে। মাস কয়েক আগে শিখার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার আগেই মা নিজের অসুস্থতার খবর পেয়েছিলেন। এখন তাঁর কেমোথেরাপি চলছে। চলতি মাসের ১৩ তারিখ অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তিনি। ১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি।
অন্য দিকে, সময়ের সঙ্গে স্বাভাবিক ছন্দে ফিরছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসচী চৌধুরীও। জানা গিয়েছে, ছোট পর্দায় সাধক রামপ্রসাদ হয়ে ফিরছেন তিনি। ভালবাসার মানুষকে হারানোর বিষণ্ণতাকে সঙ্গে করেই ফের কাজ শুরু করছেন অভিনেতা।