'তিন মাসে ৩ লাখ টাকা দিয়েছি', মেয়ের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওড়ালেন তুনিশার মা
- Published by:Sanchari Kar
Last Updated:
সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাবি, নিজের মা বনিতা শর্মার সঙ্গে নাকি তুনিশার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একবার নাকি নিজের মেয়ের গলা টিপতে গিয়েছিলেন বনিতা।
#মুম্বই: গত ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছেন অভিনেত্রী তুনিশা শর্মা। আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার অভিযোগে তাঁর প্রাক্তন প্রেমিককে সিজান খানকে ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। এ বার তুনিশার মায়র বিরুদ্ধে বিস্ফোরক সিজানের মা।
সংবাদমাধ্যমের কাছে সিজানের মায়ের দাবি, তুনিশার থেকে টাকা নিতেন তাঁর মা বনিতা শর্মা। সেই অভিযোগ নাকচ করে প্রয়াত অভিনেত্রীর মা বলেন, "তুনিশা আমার প্রাণ ছিল। ও কখনও আমার থেকে কিছু লুকোয়নি। শেষ তিন-চার মাসে সিজানের পরিবারের সঙ্গে তুনিশা ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। পুরো পরিবার মিলে তুনিশাকে ব্যবহার করেছে। সিজানের মা বলেছে আমি নাকি ওকে (তুনিশা) টাকা দিতাম না। শেষ তিন মাসে আমি ওকে তিন লাখ টাকা দিয়েছি।"
advertisement
advertisement
সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাবি, নিজের মা বনিতা শর্মার সঙ্গে নাকি তুনিশার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। একবার নাকি নিজের মেয়ের গলা টিপতে গিয়েছিলেন বনিতা। এ ছাড়াও সিজানের পরিবার দাবি করে, ছোটবেলার কিছু ঘটনার জন্য মানসিক অবসাদে ভুগতেন অভিনেত্রী।
advertisement
তুনিশার পরিবারের পাল্টা অভিযোগ, অভিনেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তুনিশা। সেই মানসিক আঘাত সহ্য না করতে পেরেই নাকি এই চরম সিদ্ধান্ত নেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 08, 2023 4:15 PM IST