সম্প্রতি নিজের বাড়িতে দিওয়ালির পার্টি রেখেছিলেন বলিউড স্টারদের ‘ফেভরিট’ ডিজাইনার মণীশ মালহোত্রা৷ কে না এসেছিলেন সেখানে৷ এমনকি, প্রাক্তন জুটি ঐশ্বর্যা রাই বচ্চন এবং সলমন খানও গিয়েছিলেন সেই পার্টিতে৷ অবশ্যই আলাদা আলাদা৷
মণীশের পার্টিতে আমন্ত্রিত ছিল গ্যাং ‘দ্য আর্চিস’৷ ডিসেম্বরে জোয়া আখতারের যে সিনেমার হাত ধরে বলিউডে পা রাখতে চলেছে সুহানা খান এবং অগস্ত্য নন্দা৷ সিনেমার অনসম্বল কাস্টে রয়েছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কপূরও৷ এছাড়ও রয়েছেন আরও ৩ জন৷
advertisement
সূত্রের খবর, এই সিনেমায় এক সঙ্গে কাজ করার পাশাপাশি নাকি অফ স্ক্রিনের চুটিয়ে ডেট করছেন অগস্ত্য এবং সুহানা৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সুহানা খানকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছেন অগস্ত্য৷ সুহানা গাড়িতে বসে পড়ার পরে তিনি সযত্নে গাড়ির দরজাও বন্ধ করে দেন৷
এবছরের শুরুতে প্রথমবার অগস্ত্য এবং সুহানার প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউডে৷ দ্য আর্চিস প্রোডাকশনের এক সূত্র মারফত জানা যায়, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি একে অপরকে ডেট করছেন এই দু’জন৷ কখনও তা লুকনোরও চেষ্টা করেনি৷ তবে, এখনই সর্বসমক্ষে সম্পর্কের কথা ঘোষণা করার পরিকল্পনা নেই তাঁদের৷ এমনকি, এ-ও জানা গিয়েছে, সুহানাকে নাকি খুবই পছন্দ করেন অগস্ত্যের মা তথা অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন৷ ছেলেন সঙ্গে সুহানার এই ‘সম্পর্কে’র জন্যেও তিনি খুশি৷
গত বছর ক্রিসমাস ব্রাঞ্চে নাকি কপূর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়েছিলেন অগস্ত্য৷