Virat Kohli: বিরাট কোহলি ফোনে কার সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেন? ২৫ বছরের সম্পর্ক! মা-অনুষ্কা ছাড়া কে সেই তৃতীয় জন?

Last Updated:
Virat Kohli Birthday: ৫ নভেম্বর, অর্থাৎ রবিবার জন্মদিনও ছিল তাঁর৷ এবছর ৩৫-এ পা দিলেন বিরাট৷ আর এই দিনই একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে করলেন তাঁর ৪৯ তম শতরান। যে সেঞ্চুরিতে তিনি ছুঁয়ে ফেললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে৷ আর একটা সেঞ্চুরি হলেই ছাপিয়ে যাবেন মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ডও৷
1/8
৫ নভেম্বর বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে কার্যত এক তরফা খেলে ২৩৪ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত৷ বিশ্বকাপে টানা ৮ ম্যাচে পর পর জয়৷ নিজের জন্মদিনে ১২১ বলে অপরাজিত ১০১ রান করে এদিনের জয় নিশ্চিত করেছেন বিরাট কোহলি ৷ ১০ টা ৪ দিয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস।
৫ নভেম্বর বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে কার্যত এক তরফা খেলে ২৩৪ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত৷ বিশ্বকাপে টানা ৮ ম্যাচে পর পর জয়৷ নিজের জন্মদিনে ১২১ বলে অপরাজিত ১০১ রান করে এদিনের জয় নিশ্চিত করেছেন বিরাট কোহলি ৷ ১০ টা ৪ দিয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস।
advertisement
2/8
 ৫ নভেম্বর, অর্থাৎ রবিবার জন্মদিনও ছিল তাঁর৷ এবছর ৩৫-এ পা দিলেন বিরাট৷ আর এই দিনই একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে করলেন তাঁর ৪৯ তম শতরান। যে সেঞ্চুরিতে তিনি ছুঁয়ে ফেললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে৷ আর একটা সেঞ্চুরি হলেই ছাপিয়ে যাবেন মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ডও৷
৫ নভেম্বর, অর্থাৎ রবিবার জন্মদিনও ছিল তাঁর৷ এবছর ৩৫-এ পা দিলেন বিরাট৷ আর এই দিনই একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে করলেন তাঁর ৪৯ তম শতরান। যে সেঞ্চুরিতে তিনি ছুঁয়ে ফেললেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকে৷ আর একটা সেঞ্চুরি হলেই ছাপিয়ে যাবেন মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ডও৷
advertisement
3/8
রবিবার প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন তিনিই। ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্সের পাশাপাশি এদিনে খোশমেজাজে থাকা বিরাটকে খানিক নাচতেও দেখা যায় মাঠের মাঝে। সারা দেশে এখনও ‘জওয়ান’ জ্বর। শাহরুখ খানের ‘চলেয়া’- গানটি যখন ইডেন গার্ডেন্সে বাজছে, তখন সেই গানের সুরে গলা মেলাতে দেখা যায় বিরাটকেও। পাশাপাশি হালকা নেচেও নেন। স্ত্রী অনুষ্কার গানেও নাচেন তিনি৷
রবিবার প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন তিনিই। ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্সের পাশাপাশি এদিনে খোশমেজাজে থাকা বিরাটকে খানিক নাচতেও দেখা যায় মাঠের মাঝে। সারা দেশে এখনও ‘জওয়ান’ জ্বর। শাহরুখ খানের ‘চলেয়া’- গানটি যখন ইডেন গার্ডেন্সে বাজছে, তখন সেই গানের সুরে গলা মেলাতে দেখা যায় বিরাটকেও। পাশাপাশি হালকা নেচেও নেন। স্ত্রী অনুষ্কার গানেও নাচেন তিনি৷
advertisement
4/8
বিভিন্ন সময়েই বিরাট নানা ভাবে প্রকাশ করেছেন, তাঁর কাছে তাঁর পরিবার ঠিক কতটা গুরুত্বপূর্ণ৷ পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটাতেও দেখা যায় তাঁকে। একবার স্টার স্পোর্টসে একটি সাক্ষাৎকারে বিরাটকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি ফোনে সবচেয়ে বেশি কার সঙ্গে সবচেয়ে কথা বলেন?
বিভিন্ন সময়েই বিরাট নানা ভাবে প্রকাশ করেছেন, তাঁর কাছে তাঁর পরিবার ঠিক কতটা গুরুত্বপূর্ণ৷ পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটাতেও দেখা যায় তাঁকে। একবার স্টার স্পোর্টসে একটি সাক্ষাৎকারে বিরাটকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি ফোনে সবচেয়ে বেশি কার সঙ্গে সবচেয়ে কথা বলেন?
advertisement
5/8
এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি সে সময় বলেছিলেন, ‘‘আমার মা, অনুষ্কা এবং আমার কোচ।’’ বিরাটের কোচ রাজকুমার শর্মাই হলেন সেই তৃতীয় ব্যক্তি, যাঁর সঙ্গে ফোন কলে সবচেয়ে বেশি কথা বলেন কোহলি।
এই প্রশ্নের উত্তরে বিরাট কোহলি সে সময় বলেছিলেন, ‘‘আমার মা, অনুষ্কা এবং আমার কোচ।’’ বিরাটের কোচ রাজকুমার শর্মাই হলেন সেই তৃতীয় ব্যক্তি, যাঁর সঙ্গে ফোন কলে সবচেয়ে বেশি কথা বলেন কোহলি।
advertisement
6/8
কোহলির ছোটবেলার কোচ হলেন রাজকুমার শর্মা৷ তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ক্রিকেটার। ১৯৯৮ সাল থেকেই পশ্চিম দিল্লিতে তাঁর নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি শুরু করেন তিনি। বিরাট কোহলিও তাঁর অ্যাকাডেমিতে ক্রিকেট শিখেছেন এক সময়।
কোহলির ছোটবেলার কোচ হলেন রাজকুমার শর্মা৷ তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী ক্রিকেটার। ১৯৯৮ সাল থেকেই পশ্চিম দিল্লিতে তাঁর নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমি শুরু করেন তিনি। বিরাট কোহলিও তাঁর অ্যাকাডেমিতে ক্রিকেট শিখেছেন এক সময়।
advertisement
7/8
সেই সময় থেকেই তাঁর সঙ্গে তাঁর কোচের প্রতি তাঁর অমোঘ টান। বিরাটকে প্রায়ই তাঁর কোচের প্রশংসা করতে দেখা যায়। একবার তো তিনি সরাসরি সকলের সামনে রাজকুমার শর্মাকে বলেছিলেন, ‘‘আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।’’
সেই সময় থেকেই তাঁর সঙ্গে তাঁর কোচের প্রতি তাঁর অমোঘ টান। বিরাটকে প্রায়ই তাঁর কোচের প্রশংসা করতে দেখা যায়। একবার তো তিনি সরাসরি সকলের সামনে রাজকুমার শর্মাকে বলেছিলেন, ‘‘আমার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।’’
advertisement
8/8
সম্প্রতি আইপিএল চলাকালীনও দেখা গিয়েছে, ম্যাচের আগে বিরাট কোহলি তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পা ছুঁয়ে প্রণামও করেছিলেন। সেই সময় এই ছবি যথেষ্ট আলোচিতও হয়েছিল৷
সম্প্রতি আইপিএল চলাকালীনও দেখা গিয়েছে, ম্যাচের আগে বিরাট কোহলি তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পা ছুঁয়ে প্রণামও করেছিলেন। সেই সময় এই ছবি যথেষ্ট আলোচিতও হয়েছিল৷
advertisement
advertisement
advertisement