শনিবার সন্ধ্যায় চারহাত এক হল কাঞ্চন-শ্রীময়ীর৷ জীবনের নতুন পথচলা শুরু করলেন তাঁরা৷ দক্ষিণ কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল বিয়ের আসর৷ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই বিয়েটা সেরেছেন তারা৷ প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের ২৩ দিনের মাথাতেই গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ এবার সামাজিক বিয়ে করে দাম্পত্য জীবন শুরু হল তাঁদের৷
advertisement
নিয়ম-নিষ্ঠা মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী৷ বিয়ের পর থেকে একাধিক ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ কখনও একসঙ্গে নাচ করছেন তো কখনও আবার একে-অপরকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিয়েছেন৷ এবার মাথাভর্তি সিঁদুর পরা অবস্থায় নববধূকে আদরে-সোহাগে ভরালেন কাঞ্চন মল্লিক৷
বাসর রাতেই কাঞ্চনের সঙ্গে আদুরেপনায় মজেছেন শ্রীময়ী৷ ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী বলছেন, হ্যাপি এনডিং৷ তারপরই স্বামী কাঞ্চনের কাছে জানতে চান সিঁদুর পরে তাকে কেমন দেখাচ্ছে? কাঞ্চনও নববধূকে দেখে মুগ্ধ৷ তারপরই প্রকাশ্যে সকলের সামনে চুমু খেতে বলে স্বামীকে৷ কাঞ্চনও আদুরে সোহাগে চুম্বনে ভরিয়ে দেন স্ত্রীর গালে৷ বিয়ের পর বাসর রাতের এই ভিডিও এখন নেটদুনিয়ার বিনোদনের রসদ৷ সকল ভক্তরাই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷