TRENDING:

Kanchan-Sreemoyee Wedding Video: বাসর ঘরে এ কী কাণ্ড! নববধূ শ্রীময়ীর সঙ্গে যা করলেন কাঞ্চন? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়...!

Last Updated:

Kanchan-Sreemoyee Wedding Video: নিয়ম-নিষ্ঠা মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী৷ বাসর রাতেই কাঞ্চনের সঙ্গে আদুরেপনায় মজেছেন শ্রীময়ী৷ মাথাভর্তি সিঁদুর পরা অবস্থায় নববধূকে আদরে-সোহাগে ভরালেন কাঞ্চন মল্লিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তাদের প্রেমের পর বিয়ে নিয়ে চর্চা এখন সকলের মুখে মুখে৷ হবে না-ই বা কেন, নিজেদের সম্পর্ককে কখনও ভাই-বোন, কখনও বন্ধুত্ব বলে দাবি করেছেন তাঁরা৷ আইনত বিয়ের পর সামাজিক বিয়ে সেরে পাকাপাকি স্বামী-স্ত্রী হলেন তারকা জুটি৷
বাসর ঘরে এ কী কাণ্ড! নববধূ শ্রীময়ীর সঙ্গে যা করলেন কাঞ্চন? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়...!
বাসর ঘরে এ কী কাণ্ড! নববধূ শ্রীময়ীর সঙ্গে যা করলেন কাঞ্চন? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়...!
advertisement

শনিবার সন্ধ্যায় চারহাত এক হল কাঞ্চন-শ্রীময়ীর৷ জীবনের নতুন পথচলা শুরু করলেন তাঁরা৷ দক্ষিণ কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল বিয়ের আসর৷ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়েই বিয়েটা সেরেছেন তারা৷ প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের ২৩ দিনের মাথাতেই গত ১৪ ফেব্রুয়ারি আইনত বিয়েটা সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ৷ এবার সামাজিক বিয়ে করে দাম্পত্য জীবন শুরু হল তাঁদের৷

advertisement

নিয়ম-নিষ্ঠা মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী৷ বিয়ের পর থেকে একাধিক ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ কখনও একসঙ্গে নাচ করছেন তো কখনও আবার একে-অপরকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিয়েছেন৷ এবার মাথাভর্তি সিঁদুর পরা অবস্থায় নববধূকে আদরে-সোহাগে ভরালেন কাঞ্চন মল্লিক৷

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাসর রাতেই কাঞ্চনের সঙ্গে আদুরেপনায় মজেছেন শ্রীময়ী৷ ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী বলছেন, হ্যাপি এনডিং৷ তারপরই স্বামী কাঞ্চনের কাছে জানতে চান সিঁদুর পরে তাকে কেমন দেখাচ্ছে? কাঞ্চনও নববধূকে দেখে মুগ্ধ৷ তারপরই প্রকাশ্যে সকলের সামনে চুমু খেতে বলে স্বামীকে৷ কাঞ্চনও আদুরে সোহাগে চুম্বনে ভরিয়ে দেন স্ত্রীর গালে৷ বিয়ের পর বাসর রাতের এই ভিডিও এখন নেটদুনিয়ার বিনোদনের রসদ৷ সকল ভক্তরাই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan-Sreemoyee Wedding Video: বাসর ঘরে এ কী কাণ্ড! নববধূ শ্রীময়ীর সঙ্গে যা করলেন কাঞ্চন? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল