সেখানেই চিকিৎসকেরা ঘোষণা করেন তিনি প্রয়াত হয়েছেন ৷ দুই সন্তন ও স্ত্রীকে রেখে চলে গেলেন এই তারকা ৷ থিয়েটার দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ৷ ২০০১ সালে আইবি শশীর পরিচালনায় ই নাড়ু ইন্নলে বারে ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন ৷
advertisement
আরও পড়ুন : Sreetama Roy Chowdhury Marriage: বিয়ে করলেন টলি নায়িকা শ্রীতমা ! বরের সঙ্গে বিশেষ ভিডিওতে ধরা পড়লেন তিনি !
এরপরে কমপক্ষে ৬০টি ছবিতে ছোট বড় মিলিয়ে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ৷ তামিল ছবি 'বিন্নাইথান্ডি বারুবায়া' তাঁর কেরিয়ারের অন্যতম সফল ছবি ৷ কেরলের অত্যন্ত জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) শোকবার্তায় জানিয়েছেন কে প্রদীপ অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ অভিনেতা তাঁর ছোট থেকে অত্যন্ত ছোট অভিনয়ও বারেবারে মনে দাগ কাটে ৷ মমূটি, পৃথ্বীরাজ, সুকুমারন-সহ বহু অভিনেতা সোশ্যাল মিডিয়ায় প্রদীপ জ্বেলে শ্রদ্ধা জানিয়েছেন (The whole Kerala film fraternity pays the last respect) ৷