TRENDING:

আমির, অক্ষয়, হৃতিকের পর এ বার নিশানায় রণবীর, 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক ট্যুইটারে

Last Updated:

এর আগে 'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলার দেখে অসন্তোষ প্রকাশ করেছে দেশবাসীর একাংশ। একটি ঝলকে দেখা গিয়েছিল, রণবীর মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন। তাঁর পায়ে রয়েছে জুতো। একাংশের দাবি, 'সেই দৃশ্যে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দে প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগে এমনই মন্তব্য করেছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'। ব্যস, তার জেরে সদ্য মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি নিয়ে ট্যুইটারে রব, 'বয়কট লাল সিং চড্ডা'। যাঁরা এই ছবি বয়কট করতে করতে ক্লান্ত তাঁরা যেন নতুন নতুন নিশানা খুঁজছেন। ইতিমধ্যে হৃতিক রোশনের 'বিক্রম ভেদা', শাহরুখ খানের 'পাঠান', অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'-এর উপর দিয়ে একই রকম ঝড় বয়েছে। এ বার তাঁদের লক্ষ্য রণবীর কপূরের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'।
advertisement

আরও পড়ুন: আমিরের 'লাল সিং চড্ডা'র পর হৃতিকের 'বিক্রম ভেদা'কে বয়কটের ডাক ট্যুইটারে

কারণ হিসেবে তুলে ধরা হল, আমিরের 'পিকে' ছবিতে রণবীর অভিনয় করেছিলেন। নেটিজেনদের একাংশের অভিযোগ, 'ওই ছবিতে হিন্দু দেবদেবীর অপমান করা হয়েছে। রণবীরও তাই দোষী। বয়কট করা হোক তাঁর আগামী ছবিকেও।'

যদিও এর আগে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'-এর ট্রেলার দেখে অসন্তোষ প্রকাশ করেছে দেশবাসীর একাংশ। একটি ঝলকে দেখা গিয়েছিল, ছবির নায়ক রণবীর কপূর মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন। তাঁর পায়ে রয়েছে জুতো। তা দেখে সাড়া পড়ে যায় দর্শকমহলে। একাংশের দাবি, 'সেই দৃশ্যে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে'।

advertisement

আরও পড়ুন: মন্দিরে জুতো পরে রণবীর? 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক পড়তেই জবাব দিলেন অয়ন

ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট লিখে সেই দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন খোদ ছবির পরিচালক অয়ন। তাঁর লেখায়, 'রণবীরের চরিত্র জুতো পায়ে মন্দিরে প্রবেশ করেনি। দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকেছে। আমার পরিবার গত ৭৫ বছর ধরে একই রকমের দুর্গাপুজোর আয়োজন করে আসছে। ছোট থেকে তার অংশ আমি। তাই আমি জানি, মণ্ডপের যেখানে প্রতিমা থাকে, সেখানে প্রবেশ করার সময়ে জুতো খুলে নিতে হয়। কিন্তু প্যান্ডেলে ঢুকতে গেলে জুতো খুলতে হয় না। আপনারা হয়তো এই ছবিটি দেখে আহত হয়েছেন। কিন্তু 'ব্রহ্মাস্ত্র' বানানোই হয়েছে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে শ্রদ্ধা জানানোর জন্য। সেটা যেন সব দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, এই আশা করি।'

advertisement

তাতেও রক্ষা পেল না এই ছবি। অন্য কারণ খুঁজে তাঁর ছবি বয়কটের ডাক পড়ল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমির, অক্ষয়, হৃতিকের পর এ বার নিশানায় রণবীর, 'ব্রহ্মাস্ত্র' বয়কটের ডাক ট্যুইটারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল