আমিরের 'লাল সিং চড্ডা'র পর হৃতিকের 'বিক্রম ভেদা'কে বয়কটের ডাক ট্যুইটারে

Last Updated:

আমিরের প্রশংসায় পঞ্চমুখ হতেই নেটিজেনদের নিশানায় পড়লেন হৃতিক। বয়কটের ধুয়োয় নয়া সংযোজন তাঁর আগামী ছবি 'বিক্রম ভেদা'।

#মুম্বই: মুক্তির পর চার দিন কেটে যাওয়ার পরেও আদভেইত চন্দন পরিচালিত ছবি 'লাল সিং চড্ডা' নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। বয়কটের ডাকের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ছবিটি। যদিও তৃতীয় দিনে ব্যবসা একটু বাড়লেও মোটের উপর তেমন লাভের মুখ দেখবে না এই ছবি, সে কথা স্পষ্ট। ছবির বাজেট ১৮০ কোটি টাকা। এখনও পর্যন্ত মাত্র ৩৭ কোটি টাকা ঝুলিতে এসেছে।
এক দিকে যেমন নেটিজেনরা বয়কটের ডাক দিয়েছেন, অন্য দিকে বলিউডে আমিরের সতীর্থরা এই ছবি দেখে প্রশংসা করেছেন। সেই তালিকায় রয়েছেন বলি তারকা হৃতিক রোশনও।
advertisement
প্রেক্ষাগৃহে সেই ছবি দেখে এসে ১৩ অগাস্ট অভিনেতা ট্যুইট করেছিলেন, 'এসে এলাম 'লাল সিং চড্ডা'। ছবিটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। ভাল, খারাপ সরিয়ে রাখলে এই ছবি অপূর্ব। দেখে আসুন আপনারাও। এমন রত্ন মিস করবেন না। যান এখনই! অপূর্ব ছবি।'
advertisement
advertisement
আমিরের প্রশংসায় পঞ্চমুখ হতেই নেটিজেনদের নিশানায় পড়লেন হৃতিক। বয়কটের ধুয়োয় নয়া সংযোজন তাঁর আগামী ছবি 'বিক্রম ভেদা'। ২০১৭-য় তামিল ভাষার এই ছবিতে অভিনয় করেন, আর মাধবন ও বিজয় সেতুপতি। সেই ছবিই এ বার হিন্দি ভাষায় তৈরি হচ্ছে। অভিনয়ে হৃতিক এবং সইফ আলি খান। পরিচালক জুটি আবারও পুষ্কর এবং গায়ত্রীর এই ছবি নিয়ে এ বার নতুন ট্রেন্ড, 'বয়কট বিক্রম ভেদা'। কেবল তা-ই নয়, আমিরের পাশে দাঁড়ানোর জন্য হৃতিককে ক্রমাগত কুৎসিত আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ঘটনার সূত্রপাত পুরনো একটা সাক্ষাৎকার। ছবির প্রচারের মাঝে হঠাৎই সেই প্রসঙ্গ উঠে আসে। যেখানে আমির বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগের সেই ভিডিওর জেরে ট্যুইটারে রব উঠেছে, 'বয়কট লাল সিং চড্ডা'। বিপাকে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমিরের 'লাল সিং চড্ডা'র পর হৃতিকের 'বিক্রম ভেদা'কে বয়কটের ডাক ট্যুইটারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement