#মুম্বই: আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে বহু চর্চিত ছবি 'লাল সিং চড্ডা'। মুক্তির সপ্তাহখানেক আগেই বিতর্কের মুখে পড়ল আদভেইত চন্দন পরিচালিত ছবিটি। বিতর্কের কেন্দ্রে ছবির নায়ক আমির খান।
ছবির প্রচারের মাঝে হঠাৎই পুরনো একটি সাক্ষাৎকার নিয়ে শুরু হল জলঘোলা। যেখানে আমির বলেছিলেন, দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগের সেই ভিডিওর জেরে ট্যুইটারে রব উঠেছে, 'বয়কট লাল সিং চড্ডা'। বিপাকে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'।
আরও পড়ুন: করিনা কার তৃষ্ণার্ত ছবি দেখেন? আমিরকে প্রকাশ্য়ে অপমান বেবোর
সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড নিয়ে মুখ খুললেন ছবির নায়ক-নায়িকা আমির এবং করিনা কাপুর খান। আমির বললেন, ''অনেকেরই ধারণা, আমি এই দেশকে ভালোবাসি না। এটা সত্য নয়। তাই 'বয়কট লাল সিং চড্ডা', 'বয়কট আমির খান', 'বয়কট বলিউড'-এর মতো ট্রেন্ড দেখলে মন খারাপ লাগে। যাঁরা এই কথাগুলি বলছেন, তাঁরা মনে প্রাণে বিশ্বাস করেন যে আমি নিজের দেশকে ভালোবাসি না। আমি দুর্ভাগ্যবান যে এমন মনে করা হয় আমার বিষয়ে।'' দর্শকদের উদ্দেশে তাঁর বক্তব্য, ''দয়া করে আমার ছবিটিকে বয়কট করবেন না। ছবিটা দেখবেন দয়া করে।''
আরও পড়ুন: মা-বাবার জন্যই আমার অভিনয় আসা! এ সুযোগ সবাই পায় না : জাহ্নবী
করিনার কথায়, ''এখন তো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেকের মতামতও আছে। সুতরাং এখন আপনাকে কিছু বিষয় উপেক্ষা করতে শিখতে হবে। নয়তো জীবন যাপন করা অসম্ভব হয়ে উঠবে। আর সেজন্যই আমি এসবের কিছুই সিরিয়াসলি নিই না।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।