'মিঠাই'-এর ইউনিটে সঞ্জয় বলে এক টেকনিশিয়ান কাজ করেন। যিনি অভিনেতাদের পোশাকের তত্ত্বাবধানে রয়েছেন। আর তাঁরই সঙ্গে মাঝে মধ্যে খুনসুটি, ঠাট্টায় মত্ত হন কলাকুশলীরা।
সম্প্রতি যে ভিডিওটি পোস্ট হয়েছে আদৃতের ফ্যানপেজে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে আদৃত সঞ্জয়ের দিকে এগিয়ে যান। তাঁকে কোলে তুলতে চেষ্টা করে ব্যর্থ হন। সঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই উচ্ছেবাবুকে সাহায্য করতে এগিয়ে আসেন রাতুল ওরফে উদয় প্রতাপ সিং৷
advertisement
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয় করলেই বিপদ! বিস্ফোরক দাবি পাক অভিনেতা আলি জাফরের
নিজের ভগ্নিপতির সঙ্গে জুটি বেঁধে সিড ঠিক সঞ্জয়কে চ্যাংদোলা করেন৷ তার পরে লাল রঙের একটি বড় ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন৷ আর সেই ভিডিওতে ক্যামেরার পিছন থেকে হাসির রোল শোনা যাচ্ছে। হাসছেন সঞ্জয়ও।
আরও পড়ুন: টাকা দিলে ব্রক্ষ্মাস্ত্রর মতো সিনেমাও হিট হয়, বিস্ফোরক দাবি কঙ্গনার
আসলে সবই খুনসুটির অংশ। সঞ্জয় সম্ভবত সকলের সঙ্গে রসিকতা করেন, আর তারই উত্তর ফিরিয়ে দিলেন রসিকতা দিয়েই। এমনই আনন্দে দিন কাটে মোদক পরিবারের।