TRENDING:

Aditya Roy Kapur: 'গায়ে বেশ জোর ছিল', মহিলা ভক্তের জোর করে চুম্বনের চেষ্টা নিয়ে বিস্ফোরক আদিত্য

Last Updated:

Aditya Roy Kapur: আদিত্যকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন তাঁর মহিলা অনুরাগী।আর তখনই হাত ছাড়িয়ে সেই মহিলাকে সরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দিন কয়েক আগের ঘটনা। এক অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হন আদিত্য রায় কাপুর। এক মহিলা অনুরাগীর জন্য অসুবিধায় পড়তে হয় তাঁকে। বলি তারকাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন সেই মহিলা। আর তখনই হাত ছাড়িয়ে সেই মহিলাকে সরিয়ে দিয়েছিলেন আদিত্য। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয় চর্চা। সমালোচনার মুখে পড়েন আদিত্যের সেই অনুরাগী।
সেই মহিলা অনুরাগীকে নিয়ে 
কী বললেন আদিত্য
সেই মহিলা অনুরাগীকে নিয়ে কী বললেন আদিত্য
advertisement

এ বার সেই ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আদিত্য। বললেন, "সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি বিশেষ অসুবিধায় পড়িনি। এটা এমন একটা ঘটনা যা আমাকে তখনই সামাল দিতে হত। ওঁর গায়ে বেশ জোর ছিল। আমাকে সেই পরিস্থিতিটা সামাল দিতে হয়েছে।"

আরও পড়ুন: মশার কামড়, ভলান্টিয়ারদের দুর্ব্যবহার, অরিজিতের শো-তে বিশৃঙ্খলা! বিস্ফোরক গায়ক

advertisement

আরও পড়ুন: ঘরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! পাপারাৎজির উপর ক্ষোভ, পুলিশের দ্বারস্থ আলিয়া

সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কটাক্ষের মুখে পড়তে হয় আদিত্যের অনুরাগীকে। অভিনেতা অবশ্য বলেন, "আমি বিষয়টি নিয়ে সমালোচনা করব না। বলব না যা হয়েছে, তা খারাপ। ওই মহিলা আমার প্রতি স্নেহশীল। আমি বুঝি সেটা। উনি হয়তো ওই ভাবেই সেই স্নেহের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছিলেন। সেই মুহূর্তে আমি বিষয়টা সামলাতে চেয়েছিলাম। কিন্তু আমি এটা নিয়ে আর ভাবতে চাই না।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর আগামী ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর স্ক্রিনিং থেকে ফিরছিলেন আদিত্য। তখনই কয়েক জন ভক্তের মুখোমুখি হন অভিনেতা। আচমকা এক মহিলা তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন। ততক্ষণও ঠিক ছিল। কিন্তু হঠাৎ আদিত্যর গলা জড়িয়ে চুমু খেতে যান সেই মহিলা। এবং বলতে থাকেন, ‘একটা চুমু খান।’ তখনই নিজের গলা থেকে সেই মহিলার হাত ছাড়িয়ে দেন আদিত্য। তার পর ব্যর্থ হয়ে নায়কের হাতে চুম্বন করেন ভক্ত। তখন হাসিমুখে হাত ছাড়িয়ে নেন আদিত্য। তবে সেই হাসির আড়ালে যে প্রবল অস্বস্তি ছিল, তা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Roy Kapur: 'গায়ে বেশ জোর ছিল', মহিলা ভক্তের জোর করে চুম্বনের চেষ্টা নিয়ে বিস্ফোরক আদিত্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল