এ বার সেই ঘটনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আদিত্য। বললেন, "সত্যি বলতে বিষয়টি নিয়ে আমি বিশেষ অসুবিধায় পড়িনি। এটা এমন একটা ঘটনা যা আমাকে তখনই সামাল দিতে হত। ওঁর গায়ে বেশ জোর ছিল। আমাকে সেই পরিস্থিতিটা সামাল দিতে হয়েছে।"
আরও পড়ুন: মশার কামড়, ভলান্টিয়ারদের দুর্ব্যবহার, অরিজিতের শো-তে বিশৃঙ্খলা! বিস্ফোরক গায়ক
advertisement
আরও পড়ুন: ঘরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! পাপারাৎজির উপর ক্ষোভ, পুলিশের দ্বারস্থ আলিয়া
সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কটাক্ষের মুখে পড়তে হয় আদিত্যের অনুরাগীকে। অভিনেতা অবশ্য বলেন, "আমি বিষয়টি নিয়ে সমালোচনা করব না। বলব না যা হয়েছে, তা খারাপ। ওই মহিলা আমার প্রতি স্নেহশীল। আমি বুঝি সেটা। উনি হয়তো ওই ভাবেই সেই স্নেহের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছিলেন। সেই মুহূর্তে আমি বিষয়টা সামলাতে চেয়েছিলাম। কিন্তু আমি এটা নিয়ে আর ভাবতে চাই না।"
তাঁর আগামী ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর স্ক্রিনিং থেকে ফিরছিলেন আদিত্য। তখনই কয়েক জন ভক্তের মুখোমুখি হন অভিনেতা। আচমকা এক মহিলা তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন। ততক্ষণও ঠিক ছিল। কিন্তু হঠাৎ আদিত্যর গলা জড়িয়ে চুমু খেতে যান সেই মহিলা। এবং বলতে থাকেন, ‘একটা চুমু খান।’ তখনই নিজের গলা থেকে সেই মহিলার হাত ছাড়িয়ে দেন আদিত্য। তার পর ব্যর্থ হয়ে নায়কের হাতে চুম্বন করেন ভক্ত। তখন হাসিমুখে হাত ছাড়িয়ে নেন আদিত্য। তবে সেই হাসির আড়ালে যে প্রবল অস্বস্তি ছিল, তা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়।