Arijit Singh Concert in Kolkata: মশার কামড়, ভলান্টিয়ারদের দুর্ব্যবহার, অরিজিতের শো-তে বিশৃঙ্খলা! বিস্ফোরক গায়ক

Last Updated:
Arijit Singh Concert in Kolkata: হঠাৎই বুধবার দুপুরে সকলের কাছে ক্ষমা চেয়ে বসলেন বলিউডের গায়ক। ফেসবুকে সেই কনসার্টের ৮টি ছবি পোস্ট করে দীর্ঘ লেখা লিখলেন, যেখানে কলকাতার মানুষের কাছে ক্ষমা চাইলেন।
1/7
গত ১৮ ফেব্রুয়ারি। শহরজুড়ে হইহই পড়ে গিয়েছিল। অরিজিৎ সিং কলকাতা আসবেন, গান গাইবেন- এই উৎসাহ চলেছিল তার আগের সপ্তাহ থেকেই। আর তার পর সেই অনুষ্ঠান হল। অনেকেই অরিজিতের গান সামনাসামনি ষশুনতে পাননি টিকিটের অত্যধিক মূল্যের কারণে। কিন্তু ভিডিও ক্লিপে ছড়িয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া!
গত ১৮ ফেব্রুয়ারি। শহরজুড়ে হইহই পড়ে গিয়েছিল। অরিজিৎ সিং কলকাতা আসবেন, গান গাইবেন- এই উৎসাহ চলেছিল তার আগের সপ্তাহ থেকেই। আর তার পর সেই অনুষ্ঠান হল। অনেকেই অরিজিতের গান সামনাসামনি ষশুনতে পাননি টিকিটের অত্যধিক মূল্যের কারণে। কিন্তু ভিডিও ক্লিপে ছড়িয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া!
advertisement
2/7
কিন্তু হঠাৎই বুধবার দুপুরে সকলের কাছে ক্ষমা চেয়ে বসলেন বলিউডের গায়ক। ফেসবুকে সেই কনসার্টের ৮টি ছবি পোস্ট করে দীর্ঘ লেখা লিখলেন, যেখানে কলকাতার মানুষের কাছে ক্ষমা চাইলেন। একইসঙ্গে কিছু মানুষের প্রতি ক্ষোভও প্রকাশ করলেন মু্র্শিদাবাদের ছেলে। কী ঘটেছিল?
কিন্তু হঠাৎই বুধবার দুপুরে সকলের কাছে ক্ষমা চেয়ে বসলেন বলিউডের গায়ক। ফেসবুকে সেই কনসার্টের ৮টি ছবি পোস্ট করে দীর্ঘ লেখা লিখলেন, যেখানে কলকাতার মানুষের কাছে ক্ষমা চাইলেন। একইসঙ্গে কিছু মানুষের প্রতি ক্ষোভও প্রকাশ করলেন মু্র্শিদাবাদের ছেলে। কী ঘটেছিল?
advertisement
3/7
অরিজিতের লেখা, ‘আমি দুঃখিত যে আপনাদের প্রায় ১ কিমি দূরে গাড়ি পার্ক করে হেঁটে অনুষ্ঠানে যেতে হয়েছে। (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে পারছিল না)। আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা বসে এবং দাঁড়িয়ে থাকতে হয়েছে। মশার কামড় সহ্য করতে হয়েছে।’
অরিজিতের লেখা, ‘আমি দুঃখিত যে আপনাদের প্রায় ১ কিমি দূরে গাড়ি পার্ক করে হেঁটে অনুষ্ঠানে যেতে হয়েছে। (যেহেতু টোটো রিকশাগুলি ভিড় সামলাতে পারছিল না)। আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর জায়গা বসে এবং দাঁড়িয়ে থাকতে হয়েছে। মশার কামড় সহ্য করতে হয়েছে।’
advertisement
4/7
তার পরেই বোঝা গেল, কয়েকজন ভলান্টিয়ারের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাঁর লেখা, ‘আমি দুঃখিত কিছু ভলান্টিয়ার এত লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের অধিকার রয়েছে এটা করার।’
তার পরেই বোঝা গেল, কয়েকজন ভলান্টিয়ারের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। তাঁর লেখা, ‘আমি দুঃখিত কিছু ভলান্টিয়ার এত লোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যেন তাদের অধিকার রয়েছে এটা করার।’
advertisement
5/7
অরিজিতের লেখা থেকে জানা গেল, অনুষ্ঠানে হ্যান্ড ব্যান্ড পরিয়ে ঢোকানো হচ্ছিল সকলকে, কিন্তু তার ব্যবস্থাপনা মোটেও মসৃণ ছিল না। তাই তিনি লিখলেন, ‘আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য সাহায্য করার প্রয়োজন বোধটুকু করেনি। (এটি অনেকের কাছে নতুন ছিল)। দুঃখিত যে নিজেদেরই এর উপায় খুঁজে বার করতে হয়েছে।’
অরিজিতের লেখা থেকে জানা গেল, অনুষ্ঠানে হ্যান্ড ব্যান্ড পরিয়ে ঢোকানো হচ্ছিল সকলকে, কিন্তু তার ব্যবস্থাপনা মোটেও মসৃণ ছিল না। তাই তিনি লিখলেন, ‘আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময়মতো ভিতরে আসতে পারেননি কারণ কিছু লোক হ্যান্ড ব্যান্ডের জন্য সাহায্য করার প্রয়োজন বোধটুকু করেনি। (এটি অনেকের কাছে নতুন ছিল)। দুঃখিত যে নিজেদেরই এর উপায় খুঁজে বার করতে হয়েছে।’
advertisement
6/7
কিন্তু শহর কলকাতা তো তাঁরও শহর। তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে। কলকাতা থেকে অনতি দূরে একটি শহরতলি। সেই শহরে এসে অনুষ্ঠান করা যে তাঁর কাছেও অত্যন্ত মনের কাছাকাছি। তা তিনি পরের লেখাতেই বুঝিয়ে দিলেন।
কিন্তু শহর কলকাতা তো তাঁরও শহর। তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে। কলকাতা থেকে অনতি দূরে একটি শহরতলি। সেই শহরে এসে অনুষ্ঠান করা যে তাঁর কাছেও অত্যন্ত মনের কাছাকাছি। তা তিনি পরের লেখাতেই বুঝিয়ে দিলেন।
advertisement
7/7
‘কিন্তু তবুও আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, আমি আপ্লুত।’ এর পর বাংলা ভাষায় লিখলেন, ‘আমার হৃদয়জোড়া ভালবাসা।’ তাঁর প্রতিশ্রুতি, তিনি চেষ্টা করবেন পরের বার আরও ভাল অভিজ্ঞতা উপহার দেওয়ার। আবারও বাংলায় লিখলেন, ‘সবাই ভাল থেকো।’
‘কিন্তু তবুও আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, আমি আপ্লুত।’ এর পর বাংলা ভাষায় লিখলেন, ‘আমার হৃদয়জোড়া ভালবাসা।’ তাঁর প্রতিশ্রুতি, তিনি চেষ্টা করবেন পরের বার আরও ভাল অভিজ্ঞতা উপহার দেওয়ার। আবারও বাংলায় লিখলেন, ‘সবাই ভাল থেকো।’
advertisement
advertisement
advertisement