আসন্ন ছবি ওম: দ্য ব্যাটল উইদিন নিয়ে ব্যস্ত ছিলেন আদিত্য। সামনেই ছিল ট্রেলার লঞ্চ। কিন্তু অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই তারিখ পিছিয়ে যাচ্ছে। এক সূত্রের কথায়, ছবির ট্রেলার লঞ্চের জন্য একটি বড় ইভেন্ট ছিল সামনেই। কিন্তু যেহেতু আদিত্য করোনা আক্রান্ত হয়েছেন তাই তারিখ পিছিয়ে যাচ্ছে। যদিও আদিত্য নিজে এখনও এই বিষয় কিছু জানাননি।
advertisement
গতকাল শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনেছেন কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'ভুলভুলাইয়া ২'! এই ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কার্তিককে। আর সেই অবাধ ঘোরাফেরাই ফের বিপদ ডেকে আনল কার্তিকের জীবনে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে কার্তিক লিখলেন, "চারিদিকে সব কিছু এত পজিটিভ চলছে দেখে করোনা আর থাকতে পারল না! সেও পজিটিভ হয়ে গেল।"
আরও পড়ুন- আগুন দাম বাজারে! জামাই আদরে ভরসা পঞ্চায়েতের আমিষ প্ল্যাটার, খরচ কত জানুন
২০২১-এ প্রথম বার করোনা আক্রান্ত হয়েছিলেন কার্তিক আরিয়ান। সে সময় বেশ অনেকদিন ছিলেন কোয়ারেন্টাইনে। এবার ছবির প্রচার কাজে এদিক ওদিক যেতে হয়েছে তাঁকে। ঠিক এক বছর পর ফের একবার করোনা আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে যেতে হল কার্তিক আরিয়ানকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ফের করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমারও। যার জন্য শেষ পর্যন্ত তাঁর আর কান চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়নি। পর পর আবার অভিনেতারা করোনা আক্রান্ত হচ্ছেন যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।