নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, আমি দুঃখিত, ভেবেছিলাম পারব৷ কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে৷ কিছুতেই কথা বলতে পারছি না৷ আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম৷ অনুষ্ঠানের ভেন্যুর নাম দিয়ে অদিতি আরও বলেন, আপনাদের গান শোনাতে না পারার দুঃখ থাকবে৷ কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ একসঙ্গে মেতে উঠব হরিনামে৷
advertisement
অদিতির শারীরিক অসুস্থতার খবর শুনেই কিছু লোকজন গায়িকার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেয়৷ যা কানে গিয়েছে স্বয়ং গায়িকার৷ নিজের মৃত্যুর ভুয়ো খবর শোনা মাত্রই সংবাদমাধ্যমকে অদিতি জানিয়েছেন, তাঁর অসুস্থতার খবর নিয়ে কেউ কেউ বিকৃত করে এমন ভুয়ো খবর রটাচ্ছে৷ আমি বেঁচে আছি, ভাল আছি এবং সুস্থও আছি৷ খুব তাড়াতাড়ি আবারও ফিরছি৷ তিনি আরও জানিয়েছেন ডিসেম্বর মাস থেকেই ফের অনুষ্ঠান শুরু করতে চলেছেন৷ এই সময়টাতে শিল্পীদের ব্যস্ততা অনেকটাই বেশি থাকে৷ কারণ এই সময়েই বিভিন্ন জায়গায় শো থাকে শিল্পীদের৷ তেমন অদিতিরও রয়েছে৷ আগামী ২ মাসে প্রায় ২০-২৫ টি শো রয়েছে৷ শীঘ্রই নিজের অফিসিয়াল ফেসবুর থেকে সমস্ত অনুষ্ঠানসূচী শেয়ার করবেন বলেও জানিয়েছেন গায়িকা৷
বিশিষ্ট কীর্তন গায়িকা অদিতি মুন্সীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ একপ্রকার বাধ্য হয়েই যে সবকটা শো বাতিল করেছেন তিনি, তা পোস্টেই স্পষ্ট হয়েছে৷ আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক৷ সেইমতো কথা বলাও বারণ রয়েছে৷ গলা পুরোপুরি বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন গায়িকা৷ ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত রেস্টে থাকছেন তিনি৷ এছাড়া আর কোনও অসুস্থতা নেই৷ খুব শীঘ্রই মঞ্চে ফিরবেন অদিতি মুন্সী৷