TRENDING:

Aditi Munshi: মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড়! মুখ খুলে যা বললেন অদিতি মুন্সী... এখন কেমন আছেন?

Last Updated:

Aditi Munshi: অদিতির শারীরিক অসুস্থতার খবর শুনেই কিছু লোকজন গায়িকার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেয়৷ যা কানে গিয়েছে স্বয়ং গায়িকার৷ নিজের মৃত্যুর ভুয়ো খবর শোনা মাত্রই মুখ খুলেছেন গায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উৎসবের মরশুমেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন অদিতি মুন্সী৷ এই খবর নিজেই সমস্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন গায়িকা৷ যার ফলে আগামী সমস্ত শো বাতিল করে দিয়েছেন সঙ্গীতশিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী৷
এখন কেমন আছেন অদিতি মুন্সী?
এখন কেমন আছেন অদিতি মুন্সী?
advertisement

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, আমি দুঃখিত, ভেবেছিলাম পারব৷ কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে৷ কিছুতেই কথা বলতে পারছি না৷ আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম৷ অনুষ্ঠানের ভেন্যুর নাম দিয়ে অদিতি আরও বলেন, আপনাদের গান শোনাতে না পারার দুঃখ থাকবে৷ কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ একসঙ্গে মেতে উঠব হরিনামে৷

advertisement

আরও পড়ুন- বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে ‘পিয়া’-কেই কেন কাছে টানলেন পরম?

আরও পড়ুন-টলিপাড়ার ‘এই’ নায়কের জন্যই ভেঙেছিলেন ৬ বছরের সংসার, তবুও ছিল বন্ধুত্ব! আজ থেকেই কি পুরোপুরি পথ আলাদা হবে অনুপম-পিয়ার?

অদিতির শারীরিক অসুস্থতার খবর শুনেই কিছু লোকজন গায়িকার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে দেয়৷ যা কানে গিয়েছে স্বয়ং গায়িকার৷ নিজের মৃত্যুর ভুয়ো খবর শোনা মাত্রই সংবাদমাধ্যমকে অদিতি জানিয়েছেন, তাঁর অসুস্থতার খবর নিয়ে কেউ কেউ বিকৃত করে এমন ভুয়ো খবর রটাচ্ছে৷ আমি বেঁচে আছি, ভাল আছি এবং সুস্থও আছি৷ খুব তাড়াতাড়ি আবারও ফিরছি৷ তিনি আরও জানিয়েছেন ডিসেম্বর মাস থেকেই ফের অনুষ্ঠান শুরু করতে চলেছেন৷ এই সময়টাতে শিল্পীদের ব্যস্ততা অনেকটাই বেশি থাকে৷ কারণ এই সময়েই বিভিন্ন জায়গায় শো থাকে শিল্পীদের৷ তেমন অদিতিরও রয়েছে৷ আগামী ২ মাসে প্রায় ২০-২৫ টি শো রয়েছে৷ শীঘ্রই নিজের অফিসিয়াল ফেসবুর থেকে সমস্ত অনুষ্ঠানসূচী শেয়ার করবেন বলেও জানিয়েছেন গায়িকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশিষ্ট কীর্তন গায়িকা অদিতি মুন্সীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ একপ্রকার বাধ্য হয়েই যে সবকটা শো বাতিল করেছেন তিনি, তা পোস্টেই স্পষ্ট হয়েছে৷ আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক৷ সেইমতো কথা বলাও বারণ রয়েছে৷ গলা পুরোপুরি বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন গায়িকা৷ ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত রেস্টে থাকছেন তিনি৷ এছাড়া আর কোনও অসুস্থতা নেই৷ খুব শীঘ্রই মঞ্চে ফিরবেন অদিতি মুন্সী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi: মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড়! মুখ খুলে যা বললেন অদিতি মুন্সী... এখন কেমন আছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল