TRENDING:

Adipurush OTT Release: নেই বড় কোনও ঘোষণা! একপ্রকার নীরবেই ওটিটি-তে মুক্তি পেল প্রভাস-কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’

Last Updated:

মুক্তির আগে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আর দেখা যায়নি ছবির মুক্তির পরে। পাল্টে গিয়েছিল চিত্রটা। বরং ভয়ঙ্কর ভাবে ট্রোলিংয়ের মুখে পড়েছিল ‘আদিপুরুষ’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ১৬ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত বহুলচর্চিত ছবি ‘আদিপুরুষ’। মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করা হয়েছিল। রাম তথা ‘রাঘব’-এর ভূমিকায় দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতা প্রভাসকে। সীতা তথা ‘জানকী’-র ভূমিকায় কৃতি শ্যানন এবং রাবণ তথা ‘লঙ্কেশ’-এর ভূমিকায় সইফ আলি খানকে দেখা গিয়েছিল। কিন্তু মুক্তির আগে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আর দেখা যায়নি ছবির মুক্তি পরে। পাল্টে গিয়েছিল চিত্রটা। বরং ভয়ঙ্কর ভাবে ট্রোলিংয়ের মুখে পড়েছিল ‘আদিপুরুষ’। ভয়ানক ভিজ্যুয়াল এফেক্ট, দুর্বল চরিত্রায়ন এবং সংলাপে রুচিহীন ভাষা ব্যবহারের কারণেই এমনটা হয়েছে বলে মত ফিল্ম সমালোচকদের।
একপ্রকার নীরবেই ওটিটি-তে মুক্তি পেল প্রভাস-কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’!
একপ্রকার নীরবেই ওটিটি-তে মুক্তি পেল প্রভাস-কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’!
advertisement

আরও পড়ুন-স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাস দু’য়েক পরে অবশেষে ওটিটি-তে মুক্তি পেয়েছে আদিপুরুষ। তবে বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নয় বেশিরভাগ মানুষই। কারণ ১১ অগাস্ট ওটিটি রিলিজ হলেও নির্মাতাদের তরফ থেকেও কোনও রকম বড় ঘোষণা করা হয়নি। আপাতত তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় এই চারটি দক্ষিণ ভারতীয় ভাষায় প্রাইম ভিডিও এখন এই ছবিটি স্ট্রিমিং করছে। আর ‘আদিপুরুষ’ ছবির হিন্দি সংস্করণটির স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। পৌরাণিক এই ছবি বানানো হয়েছিল মূলত তেলুগু এবং হিন্দি ভাষাতে। আর বাকি ভাষায় ছবির ডাবিং করা হয়েছিল।

advertisement

আরও পড়ুন– মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করা কি নিরাপদ? স্বাস্থ্যের উপর কি কোনও প্রভাব পড়ে? জানুন বিশদে

এই ছবিটির বাজেট ছিল ৬০০ কোটি টাকারও বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে দামি ছবি ওম রাউত পরিচালিত এই ছবি। তবে ছবিটি নিয়ে হইচই হলেও আশানুরূপ আয় কিন্তু করতে পারেনি ‘আদিপুরুষ’। গোটা বিশ্বে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩৯০ কোটি টাকা। যার ফলে এই ছবিকে বাণিজ্যিক ভাবে অসফল বলে গণ্য করা হচ্ছে। এখানেই শেষ নয়, এটি প্রভাসের কেরিয়ারের অন্যতম ফ্লপ ছবি। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ আর ‘রাধে শ্যাম’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে প্রভাসের ভক্তরা এখন সেপ্টেম্বরের অপেক্ষায় রয়েছেন। কারণ তাঁদের আশা, ২৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবিটির মাধ্যমে ঘুরে দাঁড়াবেন প্রিয় অভিনেতা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Adipurush OTT Release: নেই বড় কোনও ঘোষণা! একপ্রকার নীরবেই ওটিটি-তে মুক্তি পেল প্রভাস-কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল