আরও পড়ুন-স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাস দু’য়েক পরে অবশেষে ওটিটি-তে মুক্তি পেয়েছে আদিপুরুষ। তবে বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল নয় বেশিরভাগ মানুষই। কারণ ১১ অগাস্ট ওটিটি রিলিজ হলেও নির্মাতাদের তরফ থেকেও কোনও রকম বড় ঘোষণা করা হয়নি। আপাতত তেলুগু, তামিল, মালয়ালম এবং কন্নড় এই চারটি দক্ষিণ ভারতীয় ভাষায় প্রাইম ভিডিও এখন এই ছবিটি স্ট্রিমিং করছে। আর ‘আদিপুরুষ’ ছবির হিন্দি সংস্করণটির স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। পৌরাণিক এই ছবি বানানো হয়েছিল মূলত তেলুগু এবং হিন্দি ভাষাতে। আর বাকি ভাষায় ছবির ডাবিং করা হয়েছিল।
advertisement
এই ছবিটির বাজেট ছিল ৬০০ কোটি টাকারও বেশি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে দামি ছবি ওম রাউত পরিচালিত এই ছবি। তবে ছবিটি নিয়ে হইচই হলেও আশানুরূপ আয় কিন্তু করতে পারেনি ‘আদিপুরুষ’। গোটা বিশ্বে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩৯০ কোটি টাকা। যার ফলে এই ছবিকে বাণিজ্যিক ভাবে অসফল বলে গণ্য করা হচ্ছে। এখানেই শেষ নয়, এটি প্রভাসের কেরিয়ারের অন্যতম ফ্লপ ছবি। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ আর ‘রাধে শ্যাম’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে প্রভাসের ভক্তরা এখন সেপ্টেম্বরের অপেক্ষায় রয়েছেন। কারণ তাঁদের আশা, ২৮ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবিটির মাধ্যমে ঘুরে দাঁড়াবেন প্রিয় অভিনেতা।