Raksha Bandhan-Independence Day Special: স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়

Last Updated:

এই দুই উৎসবের জন্য আলাদা আলাদা ভাবে বিশেষ আয়োজন করেছে IHCL-এর কলকাতার পাঁচতারা হোটেলগুলি। জেনে নেওয়া যাক, উৎসব উপলক্ষে কী কী খাবার থাকছে তাদের মেন্যুতে!

স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়
স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়
কলকাতা: উৎসব মানেই খানাপিনা। সামনেই স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধনের অনুষ্ঠান। আর ভাল খাওয়া-দাওয়া না-হলে কি উৎসব জমে? তাই এই দুই উৎসবের জন্য আলাদা আলাদা ভাবে বিশেষ আয়োজন করেছে IHCL-এর কলকাতার পাঁচতারা হোটেলগুলি। জেনে নেওয়া যাক, উৎসব উপলক্ষে কী কী খাবার থাকছে তাদের মেন্যুতে!
তাজ বেঙ্গল
ক্যাল ২৭
advertisement
স্বাধীনতা দিবস স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট ২০২৩
সময়:দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ৩০০০ টাকা + কর**
মেন্যু হাইলাইটস:
চিকেন মাপ্পাস-সহ কুট্টু পরাঠা, অন্ধ্র স্টাইল প্রণ কারি, মুম্বই চৌপাত্তি, বড়া পাও, ভাজি পাও, মিসল পাও, গাট্টা কারি, আলু পেঁয়াজ কে সবজি, কষা মাংস, লুচি ছোলার ডাল, তেলে ভাজা এবং আরও নানা কিছু।
advertisement
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3610/ 3939
**শর্তাবলী প্রযোজ্য
রাখি বন্ধন স্পেশ্যাল ব্রাঞ্চ – ৩০ অগাস্ট, ২০২৩
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ৩০০০ টাকা + কর**
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3610/ 3939
advertisement
**শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন
শামিয়ানা
স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট, ২০২৩
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা + কর**
মেন্যু:
advertisement
ভারতের বিভিন্ন রাজ্যের বাছাই করা স্বাদের খাবারে হবে রসনাতৃপ্তি।
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-6292288563
**শর্তাবলী প্রযোজ্য
রাখি বন্ধন স্পেশ্যাল ব্রাঞ্চ – ৩০ অগাস্ট, ২০২৩
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা + কর**
মেন্যু:
লাইভ কাউন্টার, মিউজিক এবং থিম কেক থাকবে। ফলে জমে উঠবে ভাই-বোনের রাখি বন্ধন উৎসব।
advertisement
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3610/ 3939
**শর্তাবলী প্রযোজ্য
এম্পেরর লাউঞ্জ
রাখি বন্ধন স্পেশাল হ্যাম্পার্স
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা + কর**
মেন্যু:
এখানে অতিথিরা পেয়ে যাবেন বিশেষ হ্যাম্পার। তাতে থাকবে হ্যান্ডপিকড রাখি, ট্র্যাডিশনাল ভারতীয় মিষ্টি, ছোটখাটো রকমারি ট্রিট ইত্যাদি।
বিশদ জানার জন্য কল করুন এই নম্বরে- + 91-6292288563
advertisement
**শর্তাবলী প্রযোজ্য
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস
মিন্ট
স্বাধীনতা দিবস স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট ২০২৩
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ০০ মিনিট
মূল্য: ১২০০ টাকা (সব কিছুই অন্তর্ভুক্ত)**
ট্যাক্স-সহ জনপ্রতি ২৪৫০ টাকা (কয়েকটি বাছাই করা পানীয়-সহ)
মেন্যু হাইলাইটস:
চাট ফ্রম ভিক্টোরিয়া মেমোরিয়াল, অমৃতসরি ছোলে, মুর্শিদাবাদী দম বিরিয়ানি, অওয়াধি দম কা মুর্গ, ট্রাই কালার সন্দেশ এবং আরও নানা কিছু।
advertisement
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3302/3939
**শর্তাবলী প্রযোজ্য
স্যোয়ার্ল
রাখিবন্ধন হ্যাম্পার্স
সময়: সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত
মূল্য: ৫০০ টাকা + কর** থেকে শুরু
বিশদ জানার জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3302/3939
**শর্তাবলী প্রযোজ্য
রাজকুটির – আইএইচসিএল সিলেকশনস
ইস্ট ইন্ডিয়া রুম
সময়: ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত
মূল্য: ৯৯৯ টাকা + কর**
মেন্যু হাইলাইটস:
টমাটর ধনিয়া শোরবা, স্যাফরন মালাই পনির টিক্কা, কাসুন্দি ফ্রায়েড ফিশ, ভাপা মাছ, চিকেন ডাক বাংলো, কলকাতা মাটন বিরিয়ানি, ছানার কোফতা, আলু পটলের দোরমা, পালক পনির, তিরঙ্গা সন্দেশ, মিষ্টি দই, ট্রায়ো ম্যুজ এবং আরও নানা কিছু।
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- +91- 6289461972
**শর্তাবলী প্রযোজ্য
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raksha Bandhan-Independence Day Special: স্বাধীনতা দিবস আর রাখি উৎসবের খানাপিনা হোক আরও জমজমাট! বিশেষ আয়োজন কলকাতার এই পাঁচতারায়
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement