জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ছবিটি তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছে। এ ছাড়াও দক্ষিণের প্রেক্ষাগৃহগুলি থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।
advertisement
আরও পড়ুন-সর্বনাশ হয়ে গেল পরীমণির! অন্য মহিলার সঙ্গে স্বামীর গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড়! এবার কী হবে?
আরও পড়ুন: ছবি না থিয়েটার? বল্লভপুরের ভূপতির কাছে কার পাল্লা ভারী? কেরিয়ার নিয়ে অকপট সত্যম
বক্স অফিসের হিসেবনিকেশ বলছে, মুক্তির প্রথম তিন দিনের মধ্যে শুধু ছবির হিন্দি সংস্করণের ঝুলিতেই আসবে ১০০ কোটি। সুতরাং এই ছবি যে সাফল্যের মুখ দেখবে, এমনটাই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।