‘আদিপুরুষ’ মুক্তির এক সপ্তাহের মাথায় বক্স অফিস কালেকশন দেখে চোখ কপালে উঠেছে৷ শুক্রবার মাত্র ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷ গত ৭ দিন সিনেমাটি ২৬৩.১৫ কোটি টাকার বক্সঅফিসে ব্যবসা করেছে৷ ছবি নিয়ে যে হারে সমালোচনা শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি হচ্ছে যে হলের মালিক লোক না হওয়ার জন্য শো বাতিল করতে বাধ্য করছে৷ যতদিন যাচ্ছে ততই ছবির ব্যবসায় ভাটা পড়ছে৷
advertisement
আরও পড়ুন-‘ইনকিউবেটরে রয়েছে ছেলে’, দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার, একরত্তির জন্য প্রার্থনার আর্জি
চলতি বছরের অন্যতম চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছবি হল ‘আদিপুরুষ’৷ ছবিতে রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা গেছে সইফ আলি খানকে।
আরও পড়ুন- সংসারে চরম অশান্তি! ক্যাটের উপর রেগে গিয়ে এ কী করলেন ভিকি? টুইট ঘিরে তোলপাড়
নির্মাতার দাবি করেছিলেন রামায়ণ এবার বড়পর্দায় আসছে৷ কিন্তু হলে ঢুকেই কিছুক্ষণের মধ্যে সকলেরই চক্ষু ছানাবড়া৷ একদিকে সোনার লঙ্কা কালে, তেমনই হনুমানের মুখের বিশ্রী ভাষা নিয়ে চলছে তীব্র সমালোচনা৷ আর ভিএফএক্সের কথা না বলাই ভাল৷ সবমিলিয়ে ‘আদিপুরুষ’ দেখতে গিয়ে দর্শকরা একপ্রকার হতাশ হয়েই বাড়ি ফিরছে৷ একাধিক প্রেক্ষাগৃহের মালিকরা ছবি নিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন৷ বাজেটের টাকা কত দিন উঠে আসবে তা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে আসছে৷