Dipika-Shoaib: 'ইনকিউবেটরে রয়েছে ছেলে', দুশ্চিন্তায় ঘুম উড়েছে শোয়েব-দীপিকার, একরত্তির জন্য প্রার্থনার আর্জি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dipika-Shoaib: গত ২১ জুন দীপিকার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ তবে নির্দিষ্ট সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হয়েছে৷ যার ফলে সদ্যোজাতকে আপাতত ইনকিউবেটরে রাখা হয়েছে৷ দুশ্চিন্তায় ঘুম উড়েছে নতুন বাবা ও মায়ের৷
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে উদ্বেগের কথা প্রকাশ করেছেন শোয়েব৷ অভিনেতা জানিয়েছেন, 'আমি ও দীপিকা প্রচন্ড খুশি৷ আমাদের ছেলে হয়েছে এটা সকলেই জানেন৷ তবে এখন এর চেয়ে বলার আর বিশেষ কিছু নেই৷ কারণ আমাদের সন্তান প্রি-ম্যাচিওর এই মুহূর্তে ইনকিউবেটরে রয়েছে৷ তবে এটাই বলব, আপনারা সকলে ওর সুস্থতার জন্য প্রার্থনা করুন৷'
advertisement
advertisement
advertisement