অভিনেতা-পরিচালক আদিনাথ কোঠারে সমর্থন করেছেন রণবীর সিংকে। '83'-তে রণবীর সিংয়ের সহ-অভিনেতা ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে আদিনাথ কোথারে বলেছিলেন, "আমি রণবীর সিংকে খুব পছন্দ করি। তিনি যা করেন তা সব সময়ই অনুপ্রেরণাদায়ক। তিনি যা করেন তার পিছনেই একটা চিন্তার প্রক্রিয়া চলে"
আরও পড়ুন: আমি অশ্লীল? রণবীরের নগ্ন ছবি নিয়ে চুপ কেন? 'বিস্ফোরক' হিরো আলম
advertisement
"কেন এই ছবিটি ট্রোল করা হচ্ছে, আমি জানি না। এটা আপত্তিকর নয় কিন্তু খুব অনুপ্রেরণাদায়ক। ফটোশুটে তিনি যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছেন তা খুবই অনুপ্রেরণাদায়ক। যারা তাকে ট্রোল করছে তারা খুব কমই একটি অংশ এবং বাকিরা তাকে ভয় পায়। রণবীর একজন অনুপ্রেরণা এবং তিনি ইন্ডাস্ট্রিতে আমাদের সেরা অভিনেতাদের একজন, "আদিনাথ বলেছেন।
আরও পড়ুন: ওড়নার আড়াল লুকোচ্ছেন বেবি-বাম্প! তবে কি দ্বিতীয়বার মা হচ্ছেন রানি?
প্রসঙ্গত, মুম্বইয়ের চেম্বুর থানায় মামলা দায়ের হল বলিউড অভিনেতা রণবীর কপূরের বিরুদ্ধে। সোমবারই জানা গিয়েছিল, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দাবি ছিল, নায়কের সাম্প্রতিকতম নগ্ন ছবিগুলি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করেছে। আজ, মঙ্গলবার চেম্বুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ২৯২ (জনসাধারণের উদ্দেশে প্রকাশের অযোগ্য ছবি), ২৯৩ (নতুন প্রজন্মকে ভুল পথে চালিত করা), ৫০৯ (শব্দ, অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের শালীনতাকে অপমান করা) এবং ৬৭(এ) (আইটি অ্যাক্ট) ধারায় মামলা দায়ের হয়েছে দীপিকা পাড়ুকোনের স্বামীর বিরুদ্ধে।