শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য৷ নিজের সোশ্যাল মিডিয়ায় খুদের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী৷ কে এই খুদে সদস্য তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ বিষয়টি একটু খোলসা করে বলা যাক৷ শ্রাবন্তীর যে পোষ্যর প্রতি অগাধ ভালবাসা রয়েছে, তা সকলেই জানা৷ দীর্ঘ প্রায় তিন বছর পর হাস্কি প্রজাতির একটি মিষ্টি পোষ্যকে ঘরে আনলেন শ্রাবন্তী৷ কোলের মধ্যে নতুন পোষ্যকে নিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন- একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…
আরও পড়ুন- নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…
শ্রাবন্তী সকলের সঙ্গে নিজের পোষ্যর পরিচয় করালেও তার নাম কী রেখেছেন, তা ফাঁস করেননি অভিনেত্রী৷ আদুরে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘আমার রূপকথার পরিবারে তোমাকে স্বাগত’৷ গোলাপি রঙের নাইটস্যুটে নো মেক আপ লুকে দেখা গিয়েছে নায়িকাকে৷ পোষ্যর সঙ্গে শ্রাবন্তীর আদুরেপনা দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
২০২০ সালে জুন মাস নাগাদ আরও একটি সারমেয়কে ঘরে এনেছিলেন অভিনেত্রী৷ সেটিও হাস্কি প্রজাতির ছিল৷ এবার নতুন সদস্য বাড়ল তাঁর রূপকথার পরিবারে৷ উল্লেখ্য, ডান্স বাংলা ডান্সের শ্যুটিং সদ্যই শেষ করেছেন নায়িকা৷ আপাতত ‘দেবী চৌধুরাণী’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা৷ এই ছবিতে পুরো অন্যরকম লুকে দেখা যাবে শ্রাবন্তীকে৷