TRENDING:

Srabanti Chatterjee: শ্রাবন্তীর কোলে এল নতুন সদস্য! খুদের সঙ্গে পরিচয় করালেন নায়িকা, আদুরে ছবি ভাইরাল

Last Updated:

Srabanti Chatterjee: শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য৷ নিজের সোশ্যাল মিডিয়ায় খুদের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিনদিন যেন চর্চা বেড়েই চলছে৷ অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে ভিডিও পোস্ট করে ফের শিরোনামে উঠে এসেছেন নায়িকা৷
শ্রাবন্তীর কোলে এল নতুন সদস্য!
শ্রাবন্তীর কোলে এল নতুন সদস্য!
advertisement

শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য৷ নিজের সোশ্যাল মিডিয়ায় খুদের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী৷ কে এই খুদে সদস্য তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ বিষয়টি একটু খোলসা করে বলা যাক৷ শ্রাবন্তীর যে পোষ্যর প্রতি অগাধ ভালবাসা রয়েছে, তা সকলেই জানা৷ দীর্ঘ প্রায় তিন বছর পর হাস্কি প্রজাতির একটি মিষ্টি পোষ্যকে ঘরে আনলেন শ্রাবন্তী৷ কোলের মধ্যে নতুন পোষ্যকে নিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন-  একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…

আরও পড়ুন-  নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…

শ্রাবন্তী সকলের সঙ্গে নিজের পোষ্যর পরিচয় করালেও তার নাম কী রেখেছেন, তা ফাঁস করেননি অভিনেত্রী৷ আদুরে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘আমার রূপকথার পরিবারে তোমাকে স্বাগত’৷ গোলাপি রঙের নাইটস্যুটে নো মেক আপ লুকে দেখা গিয়েছে নায়িকাকে৷ পোষ্যর সঙ্গে শ্রাবন্তীর আদুরেপনা দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০২০ সালে জুন মাস নাগাদ আরও একটি সারমেয়কে ঘরে এনেছিলেন অভিনেত্রী৷ সেটিও হাস্কি প্রজাতির ছিল৷ এবার নতুন সদস্য বাড়ল তাঁর রূপকথার পরিবারে৷ উল্লেখ্য, ডান্স বাংলা ডান্সের শ্যুটিং সদ্যই শেষ করেছেন নায়িকা৷ আপাতত ‘দেবী চৌধুরাণী’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা৷ এই ছবিতে পুরো অন্যরকম লুকে দেখা যাবে শ্রাবন্তীকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabanti Chatterjee: শ্রাবন্তীর কোলে এল নতুন সদস্য! খুদের সঙ্গে পরিচয় করালেন নায়িকা, আদুরে ছবি ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল