টিভির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা পা রেখেছেন বড় পর্দায়৷ এমনকী বলিউডেও কাজ শুরু করছেন মিষ্টি বাবলি (প্রিয়াঙ্কার ডাক নাম এবং এ নামেও তিনি পরিচিত)৷ তিনি বলছেন যে, কোনও দিন তিনি নাচ শেখেননি৷ নাচের কোনও তালিম নেওয়া হয়নি কখনও৷ তবে ছোট থেকে নাচের প্রতি টান অনুভব করেছেন৷ টিভি দেখে খুব সহজেই শিখে নিয়েছেন নাচের স্টেপ৷ সেভাবেই তৈরি হয়েছে তাঁর নাচের প্রতি দক্ষতা৷ এক কথায় নাচতে ভালবাসেন প্রিয়াঙ্কা৷ তাই তো এমন নিঁখুত নাচতে পারেন তিনি৷ প্রিয়াঙ্কা বলছেন, 'আমি সব ধরণের নাচ খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারি৷ আর নাচলে মন ভাল থাকে৷'
advertisement
তবে কি নিয়মিত পার্টিতে নাচ হয়? 'না, আমি একদম পার্টি করি না৷ খুব কম আমায় এভাবে দেখা যায়৷ তাও আবার পরিবারের সাথে৷ জন্মদিনের সপ্তাহ বলে পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম৷ আর তখন ইচ্ছে হল নাচার৷' সোজা জবাব অভিনেত্রীর৷ তিনি জানিয়েছেন যে বছরে এক-আধদিন তিনি পার্টি করেন৷ পার্টিতে প্রচুর লোকের সামনে তিনি একেবারেই সচ্ছ্বন্দ বোধ করেন না৷
উল্লেখ্য অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে তিনি মামণি বলে ডাকেন৷ অপরাজিতা তাঁকে মেয়ে বলে মনে করেন৷ তাই প্রিয়াঙ্কার পার্টিতে অপা মা-ও ছিলেন৷ ছিলেন প্রিয়াঙ্কার পরিবারের অন্যান্যরাও৷ সেখানেই সকলের সামনে নেচে মাত করলেন প্রিয়াঙ্কা৷
আরও পড়ুন Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?
পরিচালক পাভলের ছবি মনখারাপে কাজ করেছেন প্রিয়াঙ্কা৷ পাভেলের পরবর্তী ছবি ডাক্তারকাকু-তে রয়েছেন তিনি৷ কাজ করেছেন হিন্দি ছবিতে৷ নাম তাল্লুক৷ অভিনেতা বিনয় পাঠকের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা৷