TRENDING:

Priyanka Bhattacharjee: "এমনিতে আমি পার্টি করি না, কিন্তু করলে যা হয়"....পার্টিতে নায়িকার ভিডিও দেখুন!

Last Updated:

টিভির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা পা রেখেছেন বড় পর্দায়৷ এমনকী বলিউডেও কাজ শুরু করছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'আমি এমনিতে পার্টি করি না, কিন্তু যখন করি'... এই ছিল তাঁর ইনস্টাগ্রামে ক্যাপশন৷ সঙ্গে একটি দুর্দান্ত নাচের ভিডিও৷ প্রাণ খুলে, অপূর্ব নাচছেন প্রিয়াঙ্কা৷ যা দেখে অনেকের মনে পড়বে দিল তো পাগল হ্যায় ছবির ডান্স অব এনভির কথা৷ তবে এখানে কোনও প্রতিযোগিতা নেই৷ প্রিয়াঙ্কা নিজেই নাচছেন, শুধুমাত্র আনন্দ করতে৷ কাওকে তোয়াক্কা করছেন না, শুধু নজর রয়েছে তাঁর ক্যামেরার দিকে৷ শাহো ছবির ব্যাড বয়ের সঙ্গে চলছে তাঁর মন ভোলানো নাচ! যা ভক্তরা দেখছেন মুগ্ধ হয়ে৷ হাজার হাজার মানুষ প্রিয়াঙ্কার নাচ পছন্দ করেছেন এবং অনেকেই প্রশংসা করে কমেন্ট করেছেন৷ এসব দেখে খুবই হাসছেন অভিনেত্রী৷
priyanka bhattacharjee
priyanka bhattacharjee
advertisement

আরও পড়ুন Bollywood Gossip: পর্দা কাঁপানো ভিলেনের ঘরে ছিল চূড়ান্ত অভাব, হাসপাতাল থেকে স্ত্রী-সন্তানকে ফেরানোর টাকা ছিল না আমজাদ খানের

টিভির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা পা রেখেছেন বড় পর্দায়৷ এমনকী বলিউডেও কাজ শুরু করছেন মিষ্টি বাবলি (প্রিয়াঙ্কার ডাক নাম এবং এ নামেও তিনি পরিচিত)৷ তিনি বলছেন যে, কোনও দিন তিনি নাচ শেখেননি৷ নাচের কোনও তালিম নেওয়া হয়নি কখনও৷ তবে ছোট থেকে নাচের প্রতি টান অনুভব করেছেন৷ টিভি দেখে খুব সহজেই শিখে নিয়েছেন নাচের স্টেপ৷ সেভাবেই তৈরি হয়েছে তাঁর নাচের প্রতি দক্ষতা৷ এক কথায় নাচতে ভালবাসেন প্রিয়াঙ্কা৷ তাই তো এমন নিঁখুত নাচতে পারেন তিনি৷ প্রিয়াঙ্কা বলছেন, 'আমি সব ধরণের নাচ খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারি৷ আর নাচলে মন ভাল থাকে৷'

advertisement

তবে কি নিয়মিত পার্টিতে নাচ হয়? 'না, আমি একদম পার্টি করি না৷ খুব কম আমায় এভাবে দেখা যায়৷ তাও আবার পরিবারের সাথে৷ জন্মদিনের সপ্তাহ বলে পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম৷ আর তখন ইচ্ছে হল নাচার৷' সোজা জবাব অভিনেত্রীর৷ তিনি জানিয়েছেন যে বছরে এক-আধদিন তিনি পার্টি করেন৷ পার্টিতে প্রচুর লোকের সামনে তিনি একেবারেই সচ্ছ্বন্দ বোধ করেন না৷

advertisement

উল্লেখ্য অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে তিনি মামণি বলে ডাকেন৷ অপরাজিতা তাঁকে মেয়ে বলে মনে করেন৷ তাই প্রিয়াঙ্কার পার্টিতে অপা মা-ও ছিলেন৷ ছিলেন প্রিয়াঙ্কার পরিবারের অন্যান্যরাও৷ সেখানেই সকলের সামনে নেচে মাত করলেন প্রিয়াঙ্কা৷

আরও পড়ুন Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিচালক পাভলের ছবি মনখারাপে কাজ করেছেন প্রিয়াঙ্কা৷ পাভেলের পরবর্তী ছবি ডাক্তারকাকু-তে রয়েছেন তিনি৷ কাজ করেছেন হিন্দি ছবিতে৷ নাম তাল্লুক৷ অভিনেতা বিনয় পাঠকের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Bhattacharjee: "এমনিতে আমি পার্টি করি না, কিন্তু করলে যা হয়"....পার্টিতে নায়িকার ভিডিও দেখুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল