Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?

Last Updated:

কৃষ্ণকলি সিরিয়াল থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামা ওরফে তিয়াশা রায়৷ রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তিনি৷

Tiyasha Roy
Tiyasha Roy
#কলকাতা: কৃষ্ণকলি বা শ্যামা ওরফে তিয়াশা রায় এখন কী করছেন? প্রশ্ন জাগছে ভক্তদের মনে৷ বেশ কিছুদিন হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিকটি শেষ হয়েছে৷ ধারাবাহিকে নিখিল ওরফে নীলকে দেখা যাচ্ছে অন্য ধারাবাহিকে৷ তবে তিয়াশা কোথায়? প্রশ্ন ভক্তদের মনে৷ টিভির পর্দাতে নেই শ্যামা, কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন কলকাতা শহরের আনাচে কানাচে৷ চেখে দেখছেন হরেক রকমের পদ! ফিগারের চিন্তা না করেই কামড় বসাচ্ছেন লোভনীয় সব মিষ্টিতে৷ দেখে নিন ভিডিও৷
কৃষ্ণকলি সিরিয়াল থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামা ওরফে তিয়াশা রায়৷ রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তিনি৷ ৪ বছর ধরে চলেছে এই ধারাবাহিক৷ এবং সবসময় ছিল সিপারহিট৷ কেন্দ্রীয় চরিত্র হিসেবে তিয়াশাকেও সকলের মনে ধরে৷ সিরিয়াল শেষ হয়েছে৷ এখন তিয়াশা কিছুটা সময় পেয়েছেন নিজের জন্য৷ তবে সই সময়ে তিনি ব্যস্ত৷ নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন অভিনেত্রী৷ যেখানে ট্র্যাভেল, ফুড অর্থাৎ ঘুরে বেড়ানো এবং খাওয়া-দাওয়া শ্যুট করছেন তিনি৷ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে নানা পদের সম্ভার৷ সেই সব তাঁর দর্শকদের সামনে তুলে ধরছেন তিয়াশা৷ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার খোঁজও দিচ্ছেন পর্দার কৃষ্ণকলি৷
advertisement
advertisement
ইউটিউবের প্রথম পর্বে তিনি দেখিয়ে ছিলেন বাওয়ালি রাজবাড়ি৷ সেখানে ঘুরতে গিয়েছিলেন তিয়াশা৷ পরের পর্বে তিনি উপস্থিত হয়েছেন নিউ টাউনের মিষ্টি হাবে৷ অভিনেত্রী জানিয়েছেন 'আমি যেহেতু খেতে-ঘুরতে ভালবাসি, তাই সেই ধরণের ভিডিও তুলে আনব সকলের জন্য৷ সিরিয়ালের চাপে আগে সময় পাইনি৷ এখন কিছুটা খালি সময় এই ভিডিও বানাচ্ছি৷ নিজের ইউটিউব লঞ্চ করার ইচ্ছে আগে থেকেই ছিল, যা শেষ পর্যন্ত করতে পারলাম৷'
advertisement
advertisement
শ্যামার সাজে তিয়াশাকে দেখে অভ্যস্ত সকলে৷ এই ভিডিওগুলিতে তাঁকে একেবার অন্য রকম লাগছে৷ খুবই গ্ল্যামারস৷ তবে কতদিন তিনি নিজের সময় বার করে এই কাজ চালিয়ে যেতে পারবেন, সেটাই প্রশ্ন৷ কারণ খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে অন্য একটি সিরিয়ালে৷ পুরনো প্রযোজনা সংস্থা টেন্টের সঙ্গেই গাঁটছড়া বেঁধে নতুন ধারাবাহিক আসছে তিয়াশার৷ এখানেও তিনি থাকবেন মূল চরিত্রে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement