মুম্বই পুলিশ তদন্তে যে বড় মাদকচক্র সামনে এসেছে, তাতে অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে, মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুহাইল শেখ ওরফে ‘ল্যাভিশ’-এর নেতৃত্বে পরিচালিত এই চক্র ভারত এবং বিদেশে আয়োজিত নির্বাচিত উচ্চবিত্ত পার্টিগুলিতে মাদক সরবরাহ করত।
advertisement
এলপিজি এবং সিএনজি গ্যাসের মধ্যে আকাশ-পাতাল তফাৎ! ব্যবহারেও আলাদা, কোনটি কেমন বিশদে জেনে নিন
মাদকচক্র নাকি দুবাই থেকে পরিচালিত হত
সেলিম দুবাইতেই থাকেন এবং সেখান থেকেই পুরো নেটওয়ার্কটি চালাতেন বলে তদন্তকারীদের সন্দেহ। আগস্টে ইউএই থেকে ফেরত আনা তাঁর ছেলে তাহের দোলা তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যার মধ্যে রয়েছে পার্টির অতিথি তালিকা, সরবরাহকারীর নাম এবং আয়োজিত স্থানের বিবরণ।
পিটিআইকে তদন্তকারী আধিকারিকরা জানান, জেরার সময় সেলিম দাবি করেছে যে সে অভিনয়, ফ্যাশন ও সঙ্গীত জগতের একাধিক সেলেব্রিটিকে নিয়ে মাদকভিত্তিক পার্টির আয়োজন করত, যার মধ্যে আলিশাহ পারকারও ছিল। ডিজিটাল প্রমাণ ও রিমান্ড কপির ভিত্তিতে পুলিশ এই অভিযোগগুলি খতিয়ে দেখছে।
নোরা ফাতেহির কড়া অস্বীকার
অভিযোগে নাম আসা ব্যক্তিদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া দেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কঠোর ভাষায় লেখেন, তাঁর সঙ্গে এই মামলার কোনও যোগ নেই এবং তাঁর নাম অপব্যবহার করা হলে তার পরিণতি “ভারী মূল্য” দিতে হবে।
তিনি লেখেন, “FYI আমি কোনও পার্টিতে যাই না… আমি সারাক্ষণ ফ্লাইটে থাকি… আমি কাজপাগল… এমন লোকেদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই… যা পড়ছেন সব বিশ্বাস করবেন না!”
আরও লেখেন, “মনে হচ্ছে আমার নামটাকে সহজ টার্গেট করা হয়েছে, কিন্তু এবার তা হতে দেব না… নিছক কারণে আমার নাম টেনে আনার চেষ্টা বন্ধ করুন! এর মূল্য বড়সড় দিতে হবে!”
এই প্রতিক্রিয়া আসে এমন সময়, যখন একাধিক রিপোর্টে দাবি করা হয় যে রিমান্ড কপিতে নোরা ফাতেহির নাম উল্লেখ করা হয়েছে।
রিমান্ড কপিতে কী দাবি করা হয়েছে
ইন্ডিয়া টুডে রিমান্ড নথির যে অংশ পেয়েছে, তাতে উল্লেখ রয়েছে:
“অভিযুক্ত নম্বর ০৫-এর বিরুদ্ধে আরও তদন্তে জানা গেছে, সে দেশ ও বিদেশে মাদকচালিত পার্টি আয়োজন করছে এবং সেই পার্টিগুলিতে মাদক সরবরাহ করছে।”
আরও বলা হয়েছে, “অভিযুক্ত পূর্বেও দেশ ও বিদেশে আলিশাহ পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কপূর, তাঁর ভাই সিদ্ধান্ত কপূর, জিশান সিদ্দিকি, ওরি ওরফে অরহান, আব্বাস-মাস্তান, লোকাসহ আরও বহু ব্যক্তিকে নিয়ে মাদক পার্টি আয়োজন করেছে।”
এগুলি তদন্ত-সংক্রান্ত দাবি, অভিযোগ নয়—এই মুহূর্তে কোনও ব্যক্তির বিরুদ্ধে মাদক গ্রহণ বা অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ পুলিশ জানায়নি।
সেলেব্রিটিদের তলব করতে পারে পুলিশ
মামলার পরিধি বিস্তৃত হওয়ায় রিমান্ড কপিতে নাম থাকা সব ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার প্রস্তুতি নিচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। শ্রদ্ধা কপূর, সিদ্ধান্ত কপূর বা তাঁদের প্রতিনিধিরা এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্ক রেকর্ড ও ভ্রমণের তথ্য খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে।
তদন্ত অব্যাহত
আন্তর্জাতিক যোগ, অর্থের লেনদেন এবং দুবাই-সংযোগিত মধ্যস্থতাকারীদের ভূমিকা নিয়ে তদন্তকারীরা আরও গভীরে যাচ্ছেন। আগামী কয়েক দিনে জেরা ও প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে।
