TRENDING:

Madhumita Sarcar: এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে

Last Updated:

Madhumita Sarcar: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে আগুন জ্বালিয়ে দিয়েছেন মধুমিতা সরকার৷ ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই সমালোচনার শিকার হয়েছেন নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার পাখি । আবারও শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। দিনকয়েক আগেই হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করেছিলেন নায়িকা৷ হাতে স্যালাইন,অসুস্থ অবস্থায় দেখে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন৷ সেই রেশ কাটতে না কাটতে নয়া ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷
এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
advertisement

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে আগুন জ্বালিয়ে দিয়েছেন মধুমিতা সরকার৷ অভিনেত্রীকে গোলাপি রঙের বিকিনি পরে জলকেলি করতে দেখা গিয়েছে৷ হল্টার নেক বিকিনির সঙ্গে টেনে বাধা চুল, নো-মেক আপে লুকে মধুমিতাকে দেখে সকলেই প্রায় হতবাক৷ সাগরের জলে গা ভাসিয়ে খোশমেজাজে ধরা দিয়েছেন নায়িকা৷ ঢেউ এসে ধাক্কা মারছে নায়িকার শরীরে৷ সমুদ্রের জলে যেন নিজেকে পুরো ডুবিয়ে রেখেছেন মধুমিতা৷ দেখে নিন ছবিগুলি,

advertisement

আরও পড়ুন-ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক

আরও পড়ুন-ইদেই কি ভাগ্য বদলাবে! প্রথম দিনে কত কোটি টাকার ব্যবসা করল সলমনের ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মধুমিতার জলকেলির ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই সমালোচনার শিকার হয়েছেন নায়িকা৷ নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ নেটিজেনদের একজন কমেন্টে লিখেছেন, 'হাসপাতালের বিছানা থেকে সোজার গোয়ার সমুদ্রে, দেখে ভাল লাগছে'৷ কেউ বলছেন, 'এই তো হাসপাতালের বেডে ছিলে'৷ কেউ আবার লিখেছেন-'পাখি উড়ছে'৷ যদিও এর কোনও উত্তর দেননি অভিনেত্রী৷ তবে শুধু সমালোচনা নয় বরং অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের খবরও নিয়েছেন অনুরাগীরা৷ অভিনেত্রী জানিয়েছেন, 'বাস্তব বিষয়টা পুরো উল্টো৷ হ্যাঁ , এই ছবিগুলো গোয়ার, তবে এখনকার নয়,পুরোনো'৷ গোয়া থেকে ফিরেই শুটিংয়ের ফাঁকেই অসুস্থ হয়ে পড়েন নায়িকা৷ অভিনেত্রীর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে৷ তবে এখন ঈশ্বরের আশীর্বাদে ভাল রয়েছেন অভিনেত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhumita Sarcar: এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল