দিন কয়েক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে যে মামলা চলছে, সেই মামলায় এবার ইডির চার্জশিটে অভিযুক্ত বলিউড নায়িকা জ্যাকলিন। ইডি সূত্রের খবর, এই টাকা তছরূপের সঙ্গে জ্যাকলিনও জড়িত। কেন্দ্রীয় সংস্থা অভিযোগ করে, প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর যে টাকা দিয়ে জ্যাকলিনের জন্য উপহার কিনতেন, তা তিনি হাই প্রোফাইল ব্যক্তিদের কাছ থেকে তুলেছিলেন। ইডি-র বিশ্বাস, সুকেশযে একজন প্রতারক, সে কথা জানতেন জ্যাকলিন। গত বছরে এই মামলায় জ্যাকলিনকে ইডি একাধিকবার তলব করেছে।
advertisement
আরও পড়ুন: 'কান্না' কাজে এল না, ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ
অভিনেত্রী নিজেকে 'সুকেশের প্রতারণার শিকার' বলে চিহ্নিত করেছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। তাঁর বয়ানে লেখা হয়, ''এজেন্সিগুলি এ কথা বুঝতে পারছে না যে জ্যাকলিন নিজে প্রতারণার শিকার।"
আরও পড়ুন: 'আমি কী ভুল করেছি'? নিজের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনে বিরক্ত জ্যাকলিন ফার্নান্দেজ
সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাসে বারবার ইডির জেরার মুখে পড়েছেন। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের 'গার্লফ্রেন্ড' জ্যাকলিন। ইডি সূত্রে খবর, অভিনেত্রী গ্রেফতার না হলেও তাঁর বিদেশে যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে। আগেও অভিনেত্রীকে দেশ ছাড়তে নিষেধ করেছিল ইডির বিশেষ আদালত, তবে শ্যুটিং-এর কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী।
২০০ কোটির মামলা প্রকাশ্যে আসার পরই জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইডি সূত্রে এও জানা গিয়েছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন। এরপর থেকেই ইডির নিশানায় জ্যাকলিন।