শনিবার মুম্বইয়ে ডেভিড গেটার সঙ্গে একটি কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল নোরার৷ সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথেই তাঁর সঙ্গে ঘটে দুর্ঘটনা৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নোরার গাড়িতে এক মদ্যপ চালকের গাড়ি এসে ধাক্কা মারে৷ দ্রুত অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তাঁর টিম৷
advertisement
আরও পড়ুন: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সোনিয়ার
জানা গিয়েছে, দুর্ঘটনায় মাথায় সামান্য চোট লেগেছে নোরার৷ যদিও আঘাত খুব গুরুতর নয়৷ চিকিৎসকরা আঘাতের গুরুত্ব বুঝতে সিটি স্ক্যান করেছেন নায়িকার৷ তবে আভ্যন্তরিন কোনও চোট বা রক্তপাত হয়নি তাঁর৷ তবে কাজে যোগ দিতে অনড় ছিলেন নোরা৷ তাই মস্তিস্কের আঘাত নিয়েই সানবার্ন ২০২৫-এ শনিবার রাতে পৌঁছবেন তিনি৷ সংবাদমাধ্যমকে জানিয়েছে নোরার টিম৷ প্রসঙ্গত, কাজের দিক থেকেও নিজের ছক ভেঙেছেন নোরা৷
