MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
MGNREGA: মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন সোনিয়া গান্ধি৷
নয়াদিল্লি: মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেন সোনিয়া গান্ধি৷ কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি সরকার৷ নয়া বিলের মাধ্যমে এই প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷
শনিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে সোনিয়া জানালেন, ‘‘মনরেগাকে দুর্বল করে মোদি সরকার দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত করেছে। তাঁর অভিযোগ, গত ১১ বছরে কেন্দ্র গ্রামীণ দরিদ্রদের স্বার্থ উপেক্ষা করেছে।’’
advertisement
advertisement
‘‘২০ বছর আগে, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন সংসদে সর্বসম্মতিতে এমজিএনরেগা আইন পাস হওয়ার দিনটি তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, এটি ছিল “একটি অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ”, যা বঞ্চিত, শোষিত ও সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবিকার মাধ্যম হয়ে উঠেছিল’’, ওই ভিডিও বার্তায় জানালেন সোনিয়া৷
advertisement
“কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্প্রতি সরকার এমজিএনরেগার উপর বুলডোজার চালিয়েছে। শুধু মহাত্মা গান্ধীর নামই সরানো হয়নি, কোনও আলোচনা ছাড়াই, কারও সঙ্গে কোনও পরামর্শ না করে, বিরোধীদের আস্থায় না নিয়েই মনরেগার রূপ ও কাঠামো ইচ্ছামতো পরিবর্তন করা হয়েছে,” অভিযোগ করেন কংগ্রেস নেত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 6:07 PM IST









