TRENDING:

Actor Vishnu Manchu: শ্যুটিংয়ে দুর্ঘটনা! গুরুতর ভাবে আহত বিষ্ণু, বিদেশে বিগ বাজেট ছবির কাজে পড়ল বাধা

Last Updated:

Actor Vishnu Manchu: প্রথমে কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের অভিনয় করার কথা ছিল ‘কান্নাপ্পা’-এ। কিন্তু তাঁর অন্যান্য কিছু ছবির কাজে এই ছবি থেকে সরে দাঁড়াতে হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ। বিষ্ণু সুস্থ হওয়ার পর আবার শুরু হবে কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্যুটিংয়ে দুর্ঘটনা। আহত হলেন নায়ক। বিগ বাজেট ছবি ‘কান্নাপ্পা’র শ্যুটিংয়ে তুমুল ব্যস্ত। সেই ছবির সেটেই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। ড্রোন শট নেওয়ার সময়ে হাতে এসে পড়ে সেই যন্ত্র। গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু। শ্যুটিং চলছিল নিউ জিল্যান্ডে। দুর্ঘটনার পরে শ্যুটিংয় এখন আপাতত স্থগিত।
গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু।
গুরুতর ভাবে আহত হয়েছেন বিষ্ণু মঞ্চু।
advertisement

ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গেই বিষ্ণুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি। চিকিৎসকেরা এখন পর্যবেক্ষণে রেখেছেন বিষ্ণুকে।

আরও পড়ুন: জড়িয়ে ধরে কান চেটে দিলেন! মঞ্চেই শারীরিক হেনস্থার শিকার তারকা সঙ্গীতশিল্পী, শুনে আঁতকে উঠতে হয়

ফ্যান্টাসি ড্রামা ‘কান্নাপ্পা’র প্রযোজনা করছেন অভিনেতা মোহন বাবু। পরিচালনায় মুকেশ কুমার সিং। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে প্রভাসকে। নয়নতারা অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। মালয়ালম অভিনেতা মোহনলাল, কন্নড় শিব রাজকুমারেরও ক্যামিও রয়েছে ছবিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথমে কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের অভিনয় করার কথা ছিল ‘কান্নাপ্পা’-এ। কিন্তু তাঁর অন্যান্য কিছু ছবির কাজে এই ছবি থেকে সরে দাঁড়াতে হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ। বিষ্ণু সুস্থ হওয়ার পর আবার শুরু হবে কাজ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Vishnu Manchu: শ্যুটিংয়ে দুর্ঘটনা! গুরুতর ভাবে আহত বিষ্ণু, বিদেশে বিগ বাজেট ছবির কাজে পড়ল বাধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল