Harrdy Sandhu: জড়িয়ে ধরে কান চেটে দিলেন! মঞ্চেই শারীরিক হেনস্থার শিকার তারকা সঙ্গীতশিল্পী, শুনে আঁতকে উঠতে হয়

Last Updated:
Harrdy Sandhu: হার্ডি নভেম্বরেই শুরু করতে চলেছেন ভারত ভ্রমণ। সারা দেশে ঘুরে ঘুরে গান গাইবেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া ট্যুর নিয়ে কথা বলতে গিয়ে হার্ডি সন্ধু ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানান।
1/6
হার্ডি সিং সন্ধু। পঞ্জাবি এবং হিন্দি ভাষায় গান গেয়ে ভারতে খ্যাতি অর্জন করেছেন। প্রথম গান, টেকিলা শট। তিনি শুধু সঙ্গীতশিল্পী নন, একইসঙ্গে প্রাক্তন ক্রিকেটারও বটে।
হার্ডি সিং সন্ধু। পঞ্জাবি এবং হিন্দি ভাষায় গান গেয়ে ভারতে খ্যাতি অর্জন করেছেন। প্রথম গান, টেকিলা শট। তিনি শুধু সঙ্গীতশিল্পী নন, একইসঙ্গে প্রাক্তন ক্রিকেটারও বটে।
advertisement
2/6
সেই হার্ডি নভেম্বরেই শুরু করতে চলেছেন ভারত ভ্রমণ। সারা দেশে ঘুরে ঘুরে গান গাইবেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া ট্যুর নিয়ে কথা বলতে গিয়ে হার্ডি সন্ধু ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানান।
সেই হার্ডি নভেম্বরেই শুরু করতে চলেছেন ভারত ভ্রমণ। সারা দেশে ঘুরে ঘুরে গান গাইবেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া ট্যুর নিয়ে কথা বলতে গিয়ে হার্ডি সন্ধু ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানান।
advertisement
3/6
মঞ্চে গান গাইতে উঠে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন। দেড় বছর আগের কথা। এক বিয়ের অনুষ্ঠানে তাঁকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
মঞ্চে গান গাইতে উঠে শারীরিক হেনস্থার শিকার হয়েছিলেন। দেড় বছর আগের কথা। এক বিয়ের অনুষ্ঠানে তাঁকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
4/6
এক মহিলা নাচতে নাচতে হার্ডিকে অনুরোধ জানান, যেন তাঁকে মঞ্চে ডেকে নেন। কিন্তু হার্ডি তাঁকে বলেন, ‘‘কেবল আপনাকে মঞ্চে ডাকলে আরও অনেককে ডাকতে হবে। সেটা মুশকিলের হবে।’’
এক মহিলা নাচতে নাচতে হার্ডিকে অনুরোধ জানান, যেন তাঁকে মঞ্চে ডেকে নেন। কিন্তু হার্ডি তাঁকে বলেন, ‘‘কেবল আপনাকে মঞ্চে ডাকলে আরও অনেককে ডাকতে হবে। সেটা মুশকিলের হবে।’’
advertisement
5/6
কিন্তু মহিলা তাও আবদার করছেন দেখে তাঁকে মঞ্চে ডেকে তাঁর সঙ্গে একটি গানে নাচ করেন হার্ডি। তারপরেও মহিলা তাঁকে জড়িয়ে ধরার জন্য অনুরোধ করেন। রাজি হন হার্ডি।
কিন্তু মহিলা তাও আবদার করছেন দেখে তাঁকে মঞ্চে ডেকে তাঁর সঙ্গে একটি গানে নাচ করেন হার্ডি। তারপরেও মহিলা তাঁকে জড়িয়ে ধরার জন্য অনুরোধ করেন। রাজি হন হার্ডি।
advertisement
6/6
হার্ডির কথায়, ‘‘তিনি আমায় জড়িয়ে ধরে আমার কানটা চেটে দিলেন! কিছুই করতে পারলাম না।’’ জঘন্য এই অভিজ্ঞতার কথা তিনি ভুলতে পারেন না।
হার্ডির কথায়, ‘‘তিনি আমায় জড়িয়ে ধরে আমার কানটা চেটে দিলেন! কিছুই করতে পারলাম না।’’ জঘন্য এই অভিজ্ঞতার কথা তিনি ভুলতে পারেন না।
advertisement
advertisement
advertisement