TRENDING:

‘আমরা পুরুষ হিসেবে ব্যর্থ...রাখি উদ্‌যাপনের মানসিকতা নেই’, বোনের সঙ্গে ছবি পোস্ট করলেন বিক্রম

Last Updated:

পুরুষ হিসেবে হতাশা প্রকাশ করেছেন বিক্রম। লেখেন, “আমরা পুরুষ হিসেবে ব্যর্থ। আমরা মানুষ হিসেবে ব্যর্থ। সমাজ হিসেবে ব্যর্থ। ধর্ষকদের কোনও ভাবেই ক্ষমা করা যায় না। আমরা  বিচার চাই।” পোস্টের সঙ্গে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর’ লিখেছেন বিক্রম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর নিয়ে তোলপাড় সারা দেশ। তার মাঝে আজ রাখিবন্ধন। সারা দেশে আজ বিষাদের সুর। শৈশবের এবং বর্তমানের দুটি ছবি পোস্ট করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ক্যাপশনে বিক্রম লেখেন, “এ বছর রাখির উদ্‌যাপন করছি না। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে  উদ্‌যাপনের কথা মাথায় আসছে না।”
advertisement

পুরুষ হিসেবে হতাশা প্রকাশ করেছেন বিক্রম। লেখেন, “আমরা পুরুষ হিসেবে ব্যর্থ। আমরা মানুষ হিসেবে ব্যর্থ। সমাজ হিসেবে ব্যর্থ। ধর্ষকদের কোনও ভাবেই ক্ষমা করা যায় না। আমরা  বিচার চাই।” পোস্টের সঙ্গে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর’ লিখেছেন বিক্রম।

আরও পড়ুনঃ ‘এবারও কী তাঁর দোষ?’ আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা, ‘তোলপাড়’ গোটা দেশ…

advertisement

রাখির দিনে একই বিষয়ে সরব হন অর্জুন কাপুর।  অভিনেতা বলেন, “চারপাশে যা হচ্ছে সেই অবস্থায় কোনও উৎসব পালন করতে অদ্ভূত লাগছে। পুরুষের মধ্যে বোধ এবং শিক্ষার অভাব রয়েছে। কেন আমরা আমাদের বোনেদের জন্য এমন পরিবেশ তৈরি করব না যেখানে তাঁদের ভাই বা দাদার সুরক্ষার প্রয়োজন পড়বে না। পুরুষ সুরক্ষা দেবে, এটা দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু পুরুষদের এটা শেখাতে হবে যে মহিলাদের সুরক্ষার থেকে নিরাপত্তা দেওয়া বেশি প্রয়োজন।”

advertisement

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন টলিউড তারকারাও।  রবিবারের মিছিলে ছিলেন  রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন-সহ একাধিক টলিউড সেলিব্রেটিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বিক্রমের ছবি ‘সূর্য’। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে মধুমিতা সরকার ও দর্শনা বণিককে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমরা পুরুষ হিসেবে ব্যর্থ...রাখি উদ্‌যাপনের মানসিকতা নেই’, বোনের সঙ্গে ছবি পোস্ট করলেন বিক্রম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল