Anushka Sharma on RG Kar Murder Case: 'এবারও কী তাঁর দোষ?' আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা, 'তোলপাড়' গোটা দেশ...

Last Updated:

Anushka Sharma on RG Kar Murder Case: বলিউডের একাধিক তারকারা গর্জে উঠেছেন আরজি করের নৃশংস ঘটনায়৷ বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দিয়েছেন অভিনেত্রী। অনুষ্কা পোস্টে লেখেন, এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তাঁর দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?

'এবারও কী তাঁর দোষ?' আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা
'এবারও কী তাঁর দোষ?' আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা
মুম্বই: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বলিউড তারকারাও। এবার এই অপরাধের নিন্দা করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা৷
বলিউডের একাধিক তারকারা গর্জে উঠেছেন এই নৃশংস ঘটনায়৷ আরজি করের ঘটনার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দিয়েছেন অভিনেত্রী। অনুষ্কা পোস্টে লেখেন,এবার আপনার অজুহাত কী হবে? এবারও কী তাঁর দোষ? কারণ পুরুষরা তো পুরুষ হবে, তাই না?
advertisement
advertisement
বৃহস্পতিবার আলিয়াও ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে জানিয়েছেন। ‘আরেকটি নৃশংস ধর্ষণ। উপলব্ধির আরেকটি দিন যে মহিলারা কোথাও নিরাপদ নয়,’ তিনি লিখেছিলেন, এক দশক আগে ভারতকে নাড়িয়ে দেওয়া নির্ভয়ার সঙ্গে সরাসরি তুলনা করে। দেশব্যাপী প্রতিবাদ এবং পরবর্তী আইনি সংস্কার সত্ত্বেও, আলিয়া জোর দিয়েছিলেন যে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সামান্য পরিবর্তন হয়েছে।
advertisement
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) ২০২২-এর রিপোর্ট থেকে উদ্বেগজনক পরিসংখ্যান দিয়ে অভিনেত্রী তার বক্তব্যকে ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ভারতের ৩০% ডাক্তার এবং৮০% নার্সিং স্টাফ মহিলা, তাদের এমন পরিবেশে বিশেষভাবে দুর্বল করে তুলেছে যেখানে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। তিনি ভয়াবহ বাস্তবতাকেও তুলে ধরেছেন যে ২০২২ সাল থেকে, নারীর বিরুদ্ধে অপরাধ ৪% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ২০% এরও বেশি ধর্ষণ এবং হামলা জড়িত। আলিয়ার পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালে ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা এই সহিংসতার ব্যাপক প্রকৃতিকে নির্দেশ করে।
advertisement
শুধু তা-ই নয়, এই বিষয়ে সরব হয়েছেন করিনা কাপুর খান-আলিয়া ভাট থেকে শুরু করে প্রীতি জিন্টা পর্যন্ত। করিনা লিখেছেন, “১২ বছর পরে একই গল্প, একই প্রতিবাদ। কিন্তু আমরা এখনও পরিবর্তনের জন্য অপেক্ষা করে চলেছি।” অন্যদিকে প্রীতি জিন্টা প্রচণ্ড রেগে গিয়ে লিখেছেন, কলকাতার এই ধর্ষণকাণ্ড ‘অত্যন্ত জঘন্য’। মহিলাদের নিরাপত্তার উপর জোর দিতে হবে। আর সেই সঙ্গে দোষীদের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন প্রীতি। এর আগে অবশ্য এই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বিচার চেয়েছেন স্বরা ভাস্কর এবং রিচা চাড্ডার মতো অভিনেত্রীও।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma on RG Kar Murder Case: 'এবারও কী তাঁর দোষ?' আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা, 'তোলপাড়' গোটা দেশ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement