TRENDING:

Super flop Star Kid: মনোজ কুমারের সমস্ত প্রচেষ্টাতেই জল ঢেলেছিলেন পুত্র কুণাল! ফ্লপ ফিল্মি কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?

Last Updated:

Actor Kunal Goswami Life Story: অনেকেই হয়তো ভুলে গিয়েছেন এই অভিনেতাকে। তাঁর অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। কুণাল আসলে বলিউডের এক সময়ের মহান অভিনেতা মনোজ কুমারের পুত্র! অভিনয়ের কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যুগ যুগ ধরে রুপোলি দুনিয়ায় বহু অভিনেতা-অভিনেত্রীর আগমন ঘটেছে। এঁদের মধ্যে কেউ কেউ দুর্দান্ত সাফল্যের সঙ্গে টিকে গিয়েছেন। তো কেউ কেউ আবার কালের নিয়মে মিলিয়ে গিয়েছেন টিনসেল টাউন থেকে। আবার এমনও নজির রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে, অনেকেই খ্যাতির দুনিয়া থেকে বিদায় নিয়েও কেরিয়ার গড়েছেন অন্যত্র। আর তাে সফলও হয়েছেন দুর্দান্ত ভাবে। এই তালিকায় রয়েছেন অভিনেতা কুণাল গোস্বামী। অনেকেই হয়তো ভুলে গিয়েছেন এই অভিনেতাকে। তাঁর অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। কুণাল আসলে বলিউডের এক সময়ের মহান অভিনেতা মনোজ কুমারের পুত্র! অভিনয়ের কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?
মনোজ কুমারের সমস্ত প্রচেষ্টাতেই জল ঢেলেছিলেন পুত্র কুণাল! ফ্লপ ফিল্মি কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?
মনোজ কুমারের সমস্ত প্রচেষ্টাতেই জল ঢেলেছিলেন পুত্র কুণাল! ফ্লপ ফিল্মি কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?
advertisement

আটের দশকে কিশোর কুমারের গাওয়া গান ‘নীলে-নীলে অম্বর পর চাঁদ জব আয়ে…’ সুপারহিট হয়েছিল। মানুষের মুখে মুখে ফিরত এই গান। আর এই গানে নায়ক হিসেবে দেখা গিয়েছিল কুণালকে। শোনা যায়, নিজের ছেলেকে অভিনেতা বানানোর জন্য আকাশ-পাতাল এক করে দিয়েছিলেন মনোজ কুমার। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে শ্যুটিং দেখতে যেতেন তিনি। ফলে এই বিষয়ে আগ্রহ ছিল তাঁর। মাত্র আঠারো বছর বয়সে বলিউডে পদার্পণ। নিজের বাবা এবং আরও সিনিয়র অভিনেতাদের সঙ্গে ‘ক্রান্তি’ ছবিতে আত্মপ্রকাশ করলেন কুণাল। বলিউডে বেশ পরিচিতি তৈরি করতে পেরেছিলেন তিনি। এর পর তাঁর হাতে একসঙ্গে ৩টি ছবির অফার আসে। ১৯৮৩ সালে একসঙ্গে মুক্তি পায় সেই তিনটি ছবি। এর মধ্যে অন্যতম ছিল ‘কলাকার’। যেখানে শ্রীদেবীর বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। ওই ছবির গান ‘নীলে-নীলে অম্বর পর চাঁদ জব আয়ে…’ সুপারহিট হলেও ছবিটি ফ্লপ করে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি ওই বছরে মুক্তি পাওয়া কুণালের বাকি দু’টি ছবিও সাফল্য অর্জন করতে পারেনি। যার প্রভাব পড়ে তাঁর কেরিয়ারের উপরে।

advertisement

আরও পড়ুন- নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘J’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

কুণাল গোস্বামী

আসলে মনোজ কুমার পুত্রকে নিজের মতো তারকা বানাতে চাইলেও তাঁর সেই স্বপ্ন সফল হয়নি। কারণ কুণালের গড়পড়তা চেহারা ও অভিনয় ভক্তরা তেমন ভাল ভাবে নেননি। আসলে বাবার জন্যই সুযোগ পেতেন তিনি। এর পর ১৯৮৬ সালে ফের অভিনয়ের সুযোগ আসে। ‘রিকি’ ছবিতে অভিনয় করেন, কিন্তু তা ফ্লপ হয়। ১৯৮৯ সালে আবার ‘আখরি বাজি’ ছবিতে গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। ছবি সফল হলেও গোবিন্দাই সমস্ত প্রচারের আলো ছিনিয়ে নিয়েছিলেন। এর পরে ১৯৯০, ১৯৯১ এবং ১৯৯৯ সালে কয়েকটি ছবি করলেও সফল হতে পারেননি কুণাল। ছেলেকে সুপারস্টার বানানোর বিষয়ে মনোজ কুমারের স্বপ্ন পুরোপুরি বিফলে যায়। এর পর টেলিভিশনেও কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন মনোজ-পুত্র। সেক্ষেত্রেও আসে ব্যর্থতা। ফলে পুরোপুরি ভাবেই অভিনয়কে বিদায় জানান কুণাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

নিয়তি হয়তো তাঁর জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল! ফিল্মি কেরিয়ার ডুবে যাওয়ার পরে ক্যাটারিং ব্যবসা শুরু করেছিলেন প্রাক্তন অভিনেতা। আর সেখানেই যেন ‘সুপারহিট’ হয় তাঁর ভাগ্য! টাকা-পয়সা জমিয়ে দিল্লিতে শুরু করেছিলেন এই ব্যবসা। তখনও জানতেন না ভাগ্য কী ঠিক করে রেখেছে! ধীরে ধীরে ক্যাটারিং ব্যবসার রাজা হয়ে ওঠেন তিনি। ফলে অন্যতম সেরা ক্যাটারিং সংস্থার মালিক হয়ে ওঠেন প্রাক্তন অভিনেতা। বর্তমানে তাঁর আয় হয় কোটি কোটি টাকা। আর এভাবেই কালের নিয়মে কুণালের বলিউড কেরিয়ারের তিক্ত ক্ষতের উপর প্রলেপ পড়ে! অভিনয় দুনিয়া ছেড়েই নিজের ব্যবসায়িক সাম্রাজ্যে আজ সফল তিনি!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Super flop Star Kid: মনোজ কুমারের সমস্ত প্রচেষ্টাতেই জল ঢেলেছিলেন পুত্র কুণাল! ফ্লপ ফিল্মি কেরিয়ার ছেড়ে বর্তমানে কেমন আছেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল