Name Starts with 'J': নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘J’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Name Starts with 'J' Personality: আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘J’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
নামের আদ্যক্ষরে ‘J’ থাকা মানুষগুলি সাধারণত উদ্যমী প্রকৃতির হয়। এনার্জি থাকে তুঙ্গে। জীবনের প্রতি এঁদের সব সময়ই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। সেই সঙ্গে সকলের সঙ্গে মেলামেশায় উৎসাহী এবং এঁরা মিশুকে প্রকৃতির হয়ে থাকেন। এঁদের মধ্যে একটা অনন্য সাধারণ প্রতিভা বর্তমান থাকে। সকলের সঙ্গে অনায়াসেই বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারেন। বহির্মুখী স্বভাবের এই মানুষগুলি উচ্চাকাঙ্ক্ষী এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। যদিও কিছু নেতিবাচক স্বভাব ধরা পড়ে এঁদের মধ্যে। তবে তা সময়ের সঙ্গে সঙ্গে কেটে যায় এবং এঁরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন।
advertisement
উচ্চাকাঙ্ক্ষী এই মানুষগুলি কেরিয়ারের দিক থেকেও সফল হয়ে থাকেন। কঠোর পরিশ্রমী প্রকৃতির হন। যে কাজের জন্য মনস্থির করেন, সেই কাজে সাফল্যও লাভ করেন। সেই সঙ্গে এঁরা সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। নতুন নতুন আইডিয়া এবং নতুন চ্যালেঞ্জ এক্সপ্লোর করতে ভালোবাসেন। দলগত ভাবে কাজের ক্ষেত্রে এঁরা খুবই ভাল। অন্যদের অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার।
advertisement
নামের আদ্যক্ষরে ‘J’ থাকা মানুষগুলি সম্পর্কের ক্ষেত্রে ভীষণই যত্নশীল হয়ে থাকেন। সেই সঙ্গে উজাড় করে ভালোবাসা দিতে জানেন। রোম্যান্টিক প্রকৃতির এই মানুষগুলি নিজের মনের মানুষের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। সেই সঙ্গে সম্পর্ক সুন্দর ভাবে বজায় রাখার জন্য প্রয়াসও করে থাকেন। বিশ্বস্ত এবং অঙ্গীকারবদ্ধ হন এঁরা। এর ফলে তাঁদের সম্পর্কও মজবুত ও সুন্দর হয়।
advertisement
একাধিক ইতিবাচক গুণ থাকা সত্ত্বেও এঁদের চরিত্রের নেতিবাচক কিছু দিকও বর্তমান। নিজেদের এবং অপরের জন্য পরিস্থিতি জটিল করে তোলেন। চট করে রেগে ওঠেন। সেই সঙ্গে হিংসা এবং অতিরিক্ত অধিকারবোধও এঁদের চরিত্রে বিদ্যমান। মাঝেমধ্যে সিদ্ধান্তহীনতায় ভোগেন। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যায়। যা ব্যক্তিগত ও পেশাদার জায়গায় সাফল্যের ক্ষেত্রে বাধা-বিপত্তি তৈরি করে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)