TRENDING:

Jeetu Kamal: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!

Last Updated:

অর্ণব মিদ্যার ছবি সেদিন কুয়াশা ছিল-র শ্যুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই৷ এই ছবিতে জিতু অভিনয় অনবদ্য, বলছেন পরিচালক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপরাজিত ছবি সুপারহিট৷ এই ছবির হাত ধরেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন জিতু কমল (Jeetu Kamal)৷ অপরাজিত ছবিতে সত্যজিত রায়ের অনুসরণে তৈরি চরিত্রে অভিনয়ে জিতু সফল৷ দেশ বিদেশে বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি৷
advertisement

আরও পড়ুন Actor Raja and Madhubani: রাজা ও মধুবনীর সংসারে নতুন অতিথি!

বহুদিন ধরে তিনি অভিনয় করছেন৷ কখনও ছবিতে, কখনও ধারাবাহিকে৷ তবে এভাবে সত্যজিত রায়ের জুতোয় পা গলিয়ে যে সাফল্য আসবে, তা সম্ভবত কখনও কল্পনা করতে পারেননি জিতু নিজেও৷ এখন তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি৷ তিতুমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷ শেষ হয়েছে সে দিন কুয়াশা ছিল ছবির শ্যুটিং৷ ছবির ডাবিং-ও করে ফেললেন জিতু৷ একেবারে অন্য রকম লুকে দেখা মিলল নায়কের৷

advertisement

আগের থেকে এখন আরও বেশি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন জিতু৷ একের পর এক ছবি বেছে নিচ্ছেন তিনি৷ বাংলা ছবি পেয়েছে আরও এক নায়ককে৷ এখন জিতুর কাঁধেও রয়েছে দর্শকদের ভাল ছবি উপহার দেওয়ার দায়িত্ব৷ তাই খুব বেছে, সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি৷ এবার তিনি হচ্ছেন তিতুমীর৷ পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি তিতুমীর-এ জিতুই প্রধান চরিত্রে। অপরাজিত-র সময় থেকেই দেখা গিয়েছে, কোনও চরিত্র পেলে তার ব্যাপারে তিনি কতটা মনোযোগী। অন্যথা হচ্ছে না এক্ষেত্রেও। ইতিমধ্যেই তিতুমীর চরিত্র নিয়েও শুরু করে দিয়েছেন হোম ওয়ার্ক। নিয়মিত চলছে ওয়ার্কশপ৷ সঙ্গে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে জিমেও যেতে হচ্ছে রোজ৷ এরই মাঝে জিতুকে দেখা গেল সে দিন কুয়াশা ছিল ছবির ডাবিং-এ৷

advertisement

আরও পড়ুন Dia Mirza Niece Death: My Child, My Jaan, gone...অত্যন্ত মর্মান্তিক পোস্ট অভিনেত্রীর

অর্ণব মিদ্যার ছবি সেদিন কুয়াশা ছিল-র শ্যুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই৷ এই ছবিতে জিতু অভিনয় অনবদ্য, বলছেন পরিচালক৷ জিতু কমল যে আবারও দর্শকদের মন ভরিয়ে দেবেন, তাঁর অভিনয় দিয়ে, জোর গলায় বলছেন অর্ণব৷ অভিনেতা জিতু তো বটেই, মানুষ জিতুর প্রশংসায় পঞ্চমুখ অর্ণব মিদ্যা৷ "জিতুকে অনেক দিন ধরেই চিনি৷ খুবই মন খোলা স্বভাবের৷ একবার বন্ধুত্ব জমে গেলে আর কথাই নেই৷ ওর মতো ভাল মনের মানুষ খুব কম রয়েছে৷" নিজের ছবির অভিনেতার কথা বলতে গিয়ে এমনই মত অর্ণবে৷ একই সঙ্গে তিনি জানান, সেদিন কুয়াশা ছিল ছবিতে ছোট ছোট ৩টি গল্প রয়েছে৷

advertisement

সেদিন কুয়াশা ছিল ছবির ডাবিং-এ জিতু কমল৷ সঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা৷

জিতুর চরিত্রটি আর পাঁচটি সাধারণ ছেলের মতোই৷ গ্রামের বাড়ি থেকে শহরে এসে বসবাস করছে সে৷ সেখানেই তাঁর স্ত্রী, সন্তান নিয়ে সংসার৷ তবে বাবা-মা রয়েছেন গ্রামে৷ তাঁদের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব৷ হঠাৎ একদিন তার বাবা-মা শহরের বাড়িতে আসেন৷ যা পছন্দ করে না স্ত্রী৷ সেই নিয়ে ছেলে ও বাবা-মায়ের মধ্যে যে দ্বন্দ্ব, তা তুলে ধরা হয়েছে ছবিতে৷ একই সঙ্গে বাবা-মায়ের প্রতি নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করতে পেরে পাপবোধে ভুগতে থাকেন ছেলে৷ আর সেই ছেলের চরিত্রে জিতুর অভিনয় নিঁখুত, মানছেন খোদ পরিচালক৷

advertisement

সেদিন কুয়াশা ছিল ছবিতে জিতুর লুক

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবির এই গল্পে জিতুর সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সায়ন্তনী গুহ ঠাকুরতাকে৷ রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল