অভিনেতা এবং প্রাক্তন রেডিও জকি তাঁর পোস্টে লিখলেন, 'আমার বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছে। ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্থিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য ৫০ লাখের বেশি টাকার প্রয়োজন আর প্রয়োজন প্রচুর O positive ব্লাড ডোনার। আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক O positive রক্তদাতারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন।'
advertisement
পোস্টের নীচে অনলাইন পেমেন্টের জন্য দু'টি লিঙ্কও রেখেছেন। নিজের ফেসবুক স্টোরিতে বোনের একটি ছবি-সহ সাহায্যের আর্জি জানিয়েছেন সায়ন।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত আমির খানের মা জীনাত, ভর্তি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে
নিউজ18 বাংলাকে সায়ন জানালেন, গত এক মাস ধরে ২৫ বছরের বোন এই রোগে ভুগছেন। ১২টি কেমোথেরাপির পরে তাঁর শরীরে এখন রোগপ্রতিরোধ ক্ষমতা বলে কিছুই যেন নেই। তার উপরে রক্তে আবার জটিল আর একটি সংক্রমণ দেখা দিয়েছে। আর সেই সব চিকিৎসার খরচ প্রায় আকাশছোঁয়া। প্রথমে পরিবার ভেবেছিল, মেয়ের চিকিৎসার খরচ বহন করে নেবে। কিন্তু ধীরে ধীরে ৫০ লক্ষেরও বেশি টাকা লাগবে শুনে ক্রাউন্ড ফান্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাঁরা। আর তাই কাতর আবেদন অসহায় দাদার।