শিবপ্রসাদ ও নন্দিতার আপকামিং ছবি ‘রক্তবীজ’- মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি। উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’ ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ এই ছবিতেই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধবেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। প্রথমবার জুটি বেধেই মিমিকে নিয়ে মুখ খুললেন আবীর৷ ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোশমেজাজে আড্ডার সময় ছবির অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন খাবারের সঙ্গে তুলনা করেন৷ তখনই মিমিকে নিয়ে মন্তব্য করেন আবীর৷ অভিনেতা বলেন, ,মিমি হচ্ছে অনেকটা পোলাও আর খাশির মাংস,একটা রেওয়াজি ব্যাপার আছে, কিন্তু হজম করতে জানতে হবে, নয়তো গোলমাল আছে৷ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও রেজালার সঙ্গে তুলনা করেন আবীরকে৷
আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দার্জিলিং চায়ের আভিজাত্যের সঙ্গে তুলনা করেন৷ তেমনই আবার ছবির পরিচালক নন্দিতাকে কড়া পাকের সন্দেশের সঙ্গে তুলনা করেন৷ পুরো ভিডিওটি মজার ছলে করা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে৷ খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। তবে এবার একটু চেনা ছক ভেঙে থ্রিলার ঘরানার ছবি ভক্তদের উপহার দিতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন৷ আপাতত মুক্তির দিন গুনছেন সিনেপ্রেমীরা৷