ট্রেলারেই স্পষ্টই আভাস, আবার হাসির ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারেও মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। ২০১৯ সালে বিরশা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান'-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ঘটনাচক্রে ওদের সঙ্গে দেখা হয়েছিল গণশার। শেষে আবার তারা ধরাও পড়ে গিয়েছিল বউদের হাতে।
advertisement
আরও পড়ুন: 'আবার বিবাহ অভিযান'-এ অঙ্কুশ-রুদ্রনীল-অনির্বাণ! থাকছে নতুন চমকও, কী? জেনে নিন
আর এবার 'আবার বিবাহ অভিযান’-এর ট্রেলারে দেখা গিয়েছে গণশার বাবা নাকি তার জন্য ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই কথা সে অনুপম ও রজতকে জানায়। সেই লোভেই তারা গণশা সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমায়। কিন্তু এই টাকার জন্যই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। তিনমূর্তি আবার পড়ে বিয়ের ফাঁদে। আর সেই ফাঁদ থেকে স্বামীদের বাঁচাতেই বিদেশে পৌঁছে যায় মায়া, মালতী, রাই। আর তখনই বাঁধে কেলেঙ্কারি কাণ্ড।
আরও পড়ুন: উত্তম কুমার অভিনীত চরিত্রে এবার বিশ্বাবসু! আকাশ আটে 'অগ্নিপরীক্ষা' নিয়ে অকপট অভিনেতা
২৫ মে পেতে চলেছে 'আবার বিবাহ অভিযান'। আজ আনুষ্ঠানিকভাবে ছবির ট্রেলার প্রকাশ করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০১৯ 'বিবাহ অভিযান' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রোম্যান্টিক-কমেডিটি সবার মনজয় করে নিয়ে ছিল। এবার শৌমিক হালদারের পরিচালনায় হলে ফিরেছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল 'আবার বিবাহ অভিযান'। আগের বারের মতো এবারও এই সিক্যুয়ালের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেখার পালা কতটা জমে মজা, এই ছবি কতটা সকলের মন জয় করতে পারে।