পার্টির রেড কার্পেটেও একসঙ্গে দাঁড়িয়ে আমির ও কিরণ ক্যামেরায় পোজ দিয়েছেন। বিয়ে ভাঙার আগে যেমনটা তাঁদের দেখা যেত, সেই একই ভঙ্গিমাতেই ফের একবার দেখা গিয়েছে আমির ও কিরণকে। গত বছর জুলাইতেই দু'জন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তার পরে অবশ্য বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: এই প্রথম প্রকাশ্যে হাতে-হাত, চোখে-চোখ! 'যুগল' হয়ে সামনে এলেন হৃত্বিক-সাবা
আরও পড়ুন: নায়িকা সাজলেন লুই ভিত্তোয়, দীপিকা পাড়ুকোনের থেকে চোখ সরানো দায়! দেখুন
করণ জোহরের পার্টিতেও ফের একবার একসঙ্গে এসে নজর কাড়লেন প্রাক্তন দম্পতি। ২০০৫ সালে বিয়ে করেছিলেন কিরণ ও আমির। তার আগে আমির খানের স্ত্রী ছিলেন রিনা দত্ত। ২০১১ সালে কিরণ ও আমিরের ছেলে হয়, আজাদ। আমির ও রিনার দুই ছেলে মেয়ে রয়েছে, ইরা ও জুনেইদ। লগান ছবির সময় কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন। আগামী লাল সিং চাড্ডা ছবিতেও কিরণ সহ-প্রযোজক।
বুধবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে করণ জোহরের ৫০ বছরের জন্মদিন পালনের জমজমাট আয়োজন করা হয়েছিল। সেখানেই কালো পোশাকে প্রথমবার যুগল রূপে দেখা গেল হৃত্বিক রোশন ও সাবা আজাদকে। এবং তাঁরা খুবই সাবলীল ভাবে ক্যামেরায় পোজ দিয়ে প্রেমের জল্পনাকে যেন আরও জোরালো করে দিলেন। নতুন এই যুগলের পাশাপাশি নজর কাড়লেন প্রাক্তন জুটি আমির খান ও কিরণ রাও।